রিয়াজুর রহমান : [২] গত ১৯ সেপ্টেম্বর মেয়ে শাবক দুইটির জন্ম হয় বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার কিউরেটের ডা. শাহাদাত হোসেন শুভ। সাদা বাঘের জন্য বিখ্যাত চট্টগ্রাম চিড়িয়াখানায় জয়া নামের বাঘিনী এ দুইটি শাবকের জন্ম দিয়েছে।
[৩] এর আগে গত বছরের ১৪ নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে জন্ম নিয়েছিল তিন শাবক। মায়ের অবহেলায় পরদিন একটি শাবক এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়। মুমূর্ষু অবস্থায় থাকা আরেকটির প্রাণ রক্ষায় নিজের হেফাজতে নেন চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
[৪] তিনি জানান, জয়া এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বরে জো বাইডেন নামে ছেলে বাঘ শাবকের জন্ম দেয় যা তার প্রথম সন্তান ছিল। জো বাইডেনের প্রতি বিমাতাসুলভ আচরণ করায় সেটিকে চিড়িয়াখানার তত্ত্বাবধানে লালন পালন করা হয়েছিল।
[৫] জয়ার জন্ম সাদা বাঘ শুভ্রার ঘরে ২০১৮ সালের জুলাই মাসে। এদের বাবা মা ছিল রাজ-পরি যা আফ্রিকা হতে ২০১৬ সালে আমদানি করা হয়।
নতুন দুই বাঘ শাবক নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়ালো এক ডজন।
[৬] উল্লেখ্য, নগরের ফয়’স লেক এলাকায় ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৬ প্রজাতির ৬২০টি পশু-পাখি রয়েছে। এর মধ্যে বাঘ, সিংহ, কুমির, জেব্রা, ময়ূর, ভালুক, উটপাখি, ইমু, হরিণ, বানর, গয়াল, অজগর, শিয়াল, সজারু ইত্যাদি। সম্পাদনা: জেরিন আহমেদ