আসিফুজ্জামান পৃথিল: [২] এক বিবৃতিতে ভুটান জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো টানডি দোরজি ও চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ জিয়াংঘাও ওই তিন পদক্ষেপ রোডম্যাপ অনুচুক্তি বা সমঝোতাপত্রে সই করেছেন। হিন্দুস্তান টাইমস
[৩] অনুচুক্তির লক্ষ্য, পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে অমীমাংসিত সীমান্ত বিরোধের নিষ্পত্তি করা। ভার্চ্যুয়াল চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে চীনের রাষ্ট্রদূত সান ওয়েডং ও ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগিয়াল। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৪] চার বছর আগে ২০১৭ সালে দোকলামে চীনের রাস্তা তৈরিতে বাধা দিয়েছিল ভারত। ডোকলাম সে সময় টানা ৭৩ দিন ভারত ও চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছিলো।
[৫] গুরুত্বপূর্ণ এই কারণে যে চীন ও ভুটানের মধ্যে ক‚টনৈতিক কোনো সম্পর্ক এখনও স্থাপিত হয়নি।