শিরোনাম
◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ আর হোসেন: ‘এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’

আরিফ আর হোসেন: পূজামপের খুব সুন্দর একটা ছবি হোম পেজে ঘুরছে যেখানে দেখা যাচ্ছে পূজামপের দেয়ালে সুন্দর করে নামাজের সময়সূচিগুলো লেখা ‘কেন লেখা এটা সেখানে?’ যেন সেই সময় মপ, বাদ্যবাজনা বন্ধ রাখে। ‘কে লাগিয়েছে এটা?’ না কোনো মুসলমান গিয়ে জোর করে পুজামপে সেটা টাঙ্গিয়ে দিয়ে আসেনি। বরং পূজামপের মানুষেরাই সেটা লাগিয়েছে। এরই নাম ভ্রাতৃত্ববোধ, এরই নাম বিবেক। আজকে একপক্ষ আরেক পক্ষের সঙ্গে দাঙ্গায় মেতে ওঠেছে। কোনো একটা পক্ষ একটু ভাবলেই কিন্তু ধরে ফেলতে পারবে যে যারা যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে তারা কিন্তু ঠিকই সফল। তারা লুকিয়ে লুকিয়ে হাসছে।

কোনো হিন্দু কোরআনকে অবমাননা যদি করেই, এভাবে লুকিয়ে করবে না বা কোনো মুসলমানও যদি করে হিন্দুদের অবমাননা, এভাবে লুকিয়ে করবে না। যেহেতু কেউ এটা তার বিশ্বাস থেকে করছে না, একটা দাঙ্গা লাগানোর অসৎ উদ্দেশ্য থেকেই করছে তাই সেই লোকটি বা চক্রটি কিন্তু এখন আমাদের সামনে নেই। যদি বিশ্বাস থেকেই করে থাকতো, তাহলে সামনেই আসতো। তার বিশ্বাস কোনো ধর্মেতে না রে ভাই। তার বিশ্বাস আপনাদের সরলতায়। তারা জানে এই বাঙালি ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’ বা ‘মিথ্যা শুনিনি ভাই/এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’ ভাবসম্প্রসারনগুলো বুঝে পড়েছে তো নাই’ই, বরং মুখস্থই বিড়বিড় করে গেছে সারাজীবন। Arif R Hossain-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়