শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ আর হোসেন: ‘এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’

আরিফ আর হোসেন: পূজামপের খুব সুন্দর একটা ছবি হোম পেজে ঘুরছে যেখানে দেখা যাচ্ছে পূজামপের দেয়ালে সুন্দর করে নামাজের সময়সূচিগুলো লেখা ‘কেন লেখা এটা সেখানে?’ যেন সেই সময় মপ, বাদ্যবাজনা বন্ধ রাখে। ‘কে লাগিয়েছে এটা?’ না কোনো মুসলমান গিয়ে জোর করে পুজামপে সেটা টাঙ্গিয়ে দিয়ে আসেনি। বরং পূজামপের মানুষেরাই সেটা লাগিয়েছে। এরই নাম ভ্রাতৃত্ববোধ, এরই নাম বিবেক। আজকে একপক্ষ আরেক পক্ষের সঙ্গে দাঙ্গায় মেতে ওঠেছে। কোনো একটা পক্ষ একটু ভাবলেই কিন্তু ধরে ফেলতে পারবে যে যারা যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে তারা কিন্তু ঠিকই সফল। তারা লুকিয়ে লুকিয়ে হাসছে।

কোনো হিন্দু কোরআনকে অবমাননা যদি করেই, এভাবে লুকিয়ে করবে না বা কোনো মুসলমানও যদি করে হিন্দুদের অবমাননা, এভাবে লুকিয়ে করবে না। যেহেতু কেউ এটা তার বিশ্বাস থেকে করছে না, একটা দাঙ্গা লাগানোর অসৎ উদ্দেশ্য থেকেই করছে তাই সেই লোকটি বা চক্রটি কিন্তু এখন আমাদের সামনে নেই। যদি বিশ্বাস থেকেই করে থাকতো, তাহলে সামনেই আসতো। তার বিশ্বাস কোনো ধর্মেতে না রে ভাই। তার বিশ্বাস আপনাদের সরলতায়। তারা জানে এই বাঙালি ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’ বা ‘মিথ্যা শুনিনি ভাই/এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’ ভাবসম্প্রসারনগুলো বুঝে পড়েছে তো নাই’ই, বরং মুখস্থই বিড়বিড় করে গেছে সারাজীবন। Arif R Hossain-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়