শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ আর হোসেন: ‘এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’

আরিফ আর হোসেন: পূজামপের খুব সুন্দর একটা ছবি হোম পেজে ঘুরছে যেখানে দেখা যাচ্ছে পূজামপের দেয়ালে সুন্দর করে নামাজের সময়সূচিগুলো লেখা ‘কেন লেখা এটা সেখানে?’ যেন সেই সময় মপ, বাদ্যবাজনা বন্ধ রাখে। ‘কে লাগিয়েছে এটা?’ না কোনো মুসলমান গিয়ে জোর করে পুজামপে সেটা টাঙ্গিয়ে দিয়ে আসেনি। বরং পূজামপের মানুষেরাই সেটা লাগিয়েছে। এরই নাম ভ্রাতৃত্ববোধ, এরই নাম বিবেক। আজকে একপক্ষ আরেক পক্ষের সঙ্গে দাঙ্গায় মেতে ওঠেছে। কোনো একটা পক্ষ একটু ভাবলেই কিন্তু ধরে ফেলতে পারবে যে যারা যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে তারা কিন্তু ঠিকই সফল। তারা লুকিয়ে লুকিয়ে হাসছে।

কোনো হিন্দু কোরআনকে অবমাননা যদি করেই, এভাবে লুকিয়ে করবে না বা কোনো মুসলমানও যদি করে হিন্দুদের অবমাননা, এভাবে লুকিয়ে করবে না। যেহেতু কেউ এটা তার বিশ্বাস থেকে করছে না, একটা দাঙ্গা লাগানোর অসৎ উদ্দেশ্য থেকেই করছে তাই সেই লোকটি বা চক্রটি কিন্তু এখন আমাদের সামনে নেই। যদি বিশ্বাস থেকেই করে থাকতো, তাহলে সামনেই আসতো। তার বিশ্বাস কোনো ধর্মেতে না রে ভাই। তার বিশ্বাস আপনাদের সরলতায়। তারা জানে এই বাঙালি ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’ বা ‘মিথ্যা শুনিনি ভাই/এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’ ভাবসম্প্রসারনগুলো বুঝে পড়েছে তো নাই’ই, বরং মুখস্থই বিড়বিড় করে গেছে সারাজীবন। Arif R Hossain-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়