শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ আর হোসেন: ‘এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’

আরিফ আর হোসেন: পূজামপের খুব সুন্দর একটা ছবি হোম পেজে ঘুরছে যেখানে দেখা যাচ্ছে পূজামপের দেয়ালে সুন্দর করে নামাজের সময়সূচিগুলো লেখা ‘কেন লেখা এটা সেখানে?’ যেন সেই সময় মপ, বাদ্যবাজনা বন্ধ রাখে। ‘কে লাগিয়েছে এটা?’ না কোনো মুসলমান গিয়ে জোর করে পুজামপে সেটা টাঙ্গিয়ে দিয়ে আসেনি। বরং পূজামপের মানুষেরাই সেটা লাগিয়েছে। এরই নাম ভ্রাতৃত্ববোধ, এরই নাম বিবেক। আজকে একপক্ষ আরেক পক্ষের সঙ্গে দাঙ্গায় মেতে ওঠেছে। কোনো একটা পক্ষ একটু ভাবলেই কিন্তু ধরে ফেলতে পারবে যে যারা যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে তারা কিন্তু ঠিকই সফল। তারা লুকিয়ে লুকিয়ে হাসছে।

কোনো হিন্দু কোরআনকে অবমাননা যদি করেই, এভাবে লুকিয়ে করবে না বা কোনো মুসলমানও যদি করে হিন্দুদের অবমাননা, এভাবে লুকিয়ে করবে না। যেহেতু কেউ এটা তার বিশ্বাস থেকে করছে না, একটা দাঙ্গা লাগানোর অসৎ উদ্দেশ্য থেকেই করছে তাই সেই লোকটি বা চক্রটি কিন্তু এখন আমাদের সামনে নেই। যদি বিশ্বাস থেকেই করে থাকতো, তাহলে সামনেই আসতো। তার বিশ্বাস কোনো ধর্মেতে না রে ভাই। তার বিশ্বাস আপনাদের সরলতায়। তারা জানে এই বাঙালি ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’ বা ‘মিথ্যা শুনিনি ভাই/এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই’ ভাবসম্প্রসারনগুলো বুঝে পড়েছে তো নাই’ই, বরং মুখস্থই বিড়বিড় করে গেছে সারাজীবন। Arif R Hossain-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়