লিহান লিমা:[২] ২০১৮ সালের জুনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কাউন্সিলের ওপর ইসরায়েল বিদ্বেষের অভিযোগ আনেন এবং বলেন সদস্য দেশগুলো নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করছে। আনাদুলু এজেন্সি
[৩] তিন বছর পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাউন্সিলে ফিরলো যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘ আমরা মানুষের মৌলিক অধিকার ও সমতা রক্ষার্থে কাজ করে যাবো। বিশেষ করে আফগানিস্তান, মিয়ানমার, চীন, ইথিওপিয়া, সিরিয়া এবং ইয়ামেনে আমরা যথাসময়ে কি করতে পারি তার ওপর মনোনিবেশ করা হবে।’
[৪]এদিন ২০২২ সাল থেকে আগামী ৩ বছর মেয়াদে কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র।