হ্যাপি আক্তার: [২] পুঞ্চ জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হয় দু’পক্ষ। সে সময় গুলিতে নিহত হন সেনাবাহিনীর এক কর্মকর্তা ও এক জওয়ান। ভারতের সেনবাহিনী একটি বিবৃতিতে এ খবর জানিয়েছেন। আনন্দবাজার
[৩] গত চারদিন ধরেই জঙ্গিদের খোঁজে সেনাবাহিনীরা অভিযান চালানো হচ্ছিল জেলার বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার পুঞ্চ-রাজৌরির জঙ্গলে জঙ্গিদের দেখা মেলে।
[৪] সেনাবাহিনী জানিয়েছে, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের গুলি বিনিময় হয়। এসময় দুই সেনা সদস্য আহত হন, পরে হাসপাতালে দু’জনের মৃত্যু হয়।
[৫] গত ১০ অক্টোবর পুঞ্চ জেলায় জঙ্গিদের গুলিতে এক কর্মকর্তাসহ পাঁচ সেনা নিহত হন। তার পর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। জম্মু-পুঞ্চ সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব