মাকসুদ রহমান: [২] জাতীসংঘের নারী পরিষদের সাথে যৌথভাবে আরব নারী পদক প্রধান করা হয়। বৃহস্পতিবার রাতে এক ঝমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে পুরষ্কার জয়ী নারীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও আজীবন সম্মাননা দেয়া হয় নাজিয়া নাসের নামক এক নারীকে যিনি মাওয়াকেব স্কুল প্রতিষ্ঠার সাথে সংযুক্ত ছিলেন এবং জীবনের ৪০ বছর ব্যাপি সময় শিক্ষা দানের জন্য ব্যয় করেছেন। আরব বিজে
[৩]সর্বসম্মতভাবে তিনি চলতি বছরে আরব আমিরাতের সবচেয়ে অনুপ্রেরণা দায়ক নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। এক্সপো২০২০ দুবাইতে তিনি আরব আমিরাতের জন্য দেশের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
[৪] মোট ২২টি ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয় উল্লেখযোগ্য মানবাধিকারে আজা বিনতে রাশিদ, ব্যবসায় হিন্দ আব্দুল হামেদ সিদ্দিকি এবং ডিজিটাল মিডিয়ায় পুরুষ্কার জেতেন রাগাদ ফাহেমি।