শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৩০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালিদ খলিল: ব্যক্তিগত আইডি বা গ্রুপ মেম্বার যুক্ত করার আগে প্রোফাইল যাচাই করে নিন

খালিদ খলিল: [১] আমরা জানি গোটা বিশ্বে জঙ্গি গোষ্ঠীর একটা তৎপরতা আছে। আছে 'জ্বিনের বাদশা', 'লটারিতে টাকা জিতার গ্রুপ' সহ বিভিন্ন ধরনের ধান্দাবাজি। আর এরা সোস্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক বা মোবাইল ফোনে সুযোগ নেয়।

[২] আমার এই লেখায় জঙ্গি গোষ্ঠীর সদস্যদের থেকে কীভাবে ফেসবুকে নিরাপদ থাকা যায় সে বিষয়ে উল্লেখ করতে চাই একজন এডমিনের সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে।

[৩] আমরা যারা বিভিন্ন গ্রুপের এডমিন, অথবা ব্যক্তিগত আইডি আছে, সদস্য সংখ্যা বাড়ানোর জন্য অনেকেই প্রোফাইল যাচাই না করে friend request confirm করি বা গ্রুপে add করি। কিন্তু আমরা কি জানি এদের মধ্যে অনেকেরই জঙ্গি গোষ্ঠীর সাথে লিঙ্ক আছে বা থাকতে পারে! জানিনা।

[৪] এরা প্রোফাইলে সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে থাকে। অথবা যে কোন ভূয়া ছবি ব্যবহার করে, পরে ধীরে ধীরে তাদের মুখোশ উম্মোচিত হয়, বা হয় না।

[৫] জঙ্গি সংগঠনের কোন সদস্য যদি আপনার সাথে যুক্ত থাকে তাহলে আপনি যে কোন সময়, যে কোনো কারণে ফেঁসে যেতে পারেন।

[৬] অতি সম্প্রতি আমাদের পরিচিত একটি ফেসবুক গ্রুপে জঙ্গি সংগঠনের সাথে লিঙ্ক থাকতে পারে এমন দু'জন সদস্য বারবার যুক্ত হবার চেষ্টা করছিল। সন্দেহ হওয়ায় এডমিন তাদের প্রোফাইল যাচাই করতে গিয়ে একজনের প্রোফাইল locked পায়, অপরজনের প্রোফাইলে জঙ্গি তৎপরতার ছবি, ভিডিওর প্রমাণ পায়।

[৭] সুতরাং নিজের ব্যক্তিগত আইডি হোক বা গ্রুপ হোক- মেম্বার যুক্ত করার আগে ভালোভাবে তার প্রোফাইল যাচাই করে নিন। আর locked profile এ অনেক সময় পরিচিত জনের ছবি দিয়ে friend request পাটায়, সেগুলো থেকেও সাবধান।

[৮] সকলের মঙ্গল হোক, সকলে নিরাপদে থাকুন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়