ফাহমিদুল কবীর: [২] ২০১২ সালে রাশিয়ায় পাস হওয়া ‘ফরেন এজেন্ট আইন’ অপব্যবহার করে সাংবাদিক, মানবাধিকার কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইন্টারফ্যাক্স
[৩] এক সাক্ষাৎকারে মুতারভ প্রশ্ন তুলেছিলেন, নোবেল পুরস্কারের অর্থ নিলে তাকেও কি ফরেন এজেন্ট ঘোষণা করা হবে? পাশাপাশি এ-ও বলেছিলেন, সরকার চাইলে যা ইচ্ছা করতে পারে।
[৪] নোবেলজয়ীর এই মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বুধবার মস্কোর একটি অনুষ্ঠানে পুতিন বলেছেন, মুরাতভ যদি রাশিয়ার আইন লঙ্ঘন না করেন, ফরেন এজেন্ট ঘোষণার মতো কোনো কারণ না দেখান, তাহলে ঘোষণা হবে না।
[৫] তিনি আরও বলেন, মুরাতভ যদি আইন লঙ্ঘন করতে নোবেল পুরস্কারকে ঢাল হিসেবে ব্যবহার করেন, তার মানে তিনি অন্য কোনো কারণে দৃষ্টি আকর্ষণের জন্য সেটি ইচ্ছা করেই করছেন। এমন হলে তিনি ভুল করবেন। যে অর্জনই থাকুক না কেন, রাশিয়ার সবাইকে আইন মানতে হবে।