হ্যাপি আক্তার: [২] দেশের ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের মধ্যে পিরোজপুরে ৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১টির নির্মাণ কাজ শুরু হয়েছে। বাসস
[৩] পিরোজপুর-গোপালগঞ্জ বাইপাশ সড়কের মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স এর বিপরীত পাশের এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। ৪ হাজার ৮০ বর্গফুট ফ্লোর এরিয়ার এ ভবনটির নির্মাণ কাজ আগামী ১ বছরের মধ্যে শেষ করতে হবে।
[৪] ৫ তলা বিশিষ্ট আর সি সি পাইল ফাউন্ডেশনের এ ভবনের ১ম তলায় সেবা নিতে আসা নাগরিকদের অপেক্ষাগার, রিসিভ কাউন্টার, ডেলিভারী রুম থাকছে। ২য় তলায় অফিস রুম, কনফারেন্স রুম এবং ৩য় তলায় রেকর্ডরুম, ব্যবহারযোগ্য বসবাসের কক্ষসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
[৫] গণপূর্ত অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম. তৌহিদুল ইসলাম জানান, ৫তলা বিশিষ্ট এ ভবনটির ৩য় তলা পর্যন্ত নির্মাণ কাজ ১ বছরের মধ্যে শেষ হবে এবং পরবর্তীতে ৪র্থ ও ৫ম তলা নির্মাণ করা হবে।
[৬] পিরোজপুর প্রেস ক্লাবের সদস্য সচিব এ্যাড. রেজাউল ইসলাম শামীম জানান, এ ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে শত শত মানুষের ভোগান্তিরও শেষ হবে। মানুষ স্বাচ্ছন্দে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট বিষয়ক সকল ধরনের সেবা উন্নত পরিবেশে নিতে পারবে।