সালেহ্ বিপ্লব, সুমাইয়া মিতু: [২] সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনী এ বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে চারজন সিরীয়। বাকি পাঁচজনের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানায়। রয়টার্স
[৩] সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এই হামলায় একজন সৈন্য নিহত ও আরো তিনজন আহত হয়েছে। হারেৎজ
[৪] পর্যবেক্ষক সংস্থাটি বলেছে, পালমিরার পূর্বাঞ্চলে ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।