স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম কেইন উইলিয়ামসন। তবে চোট পেয়ে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তাতে শঙ্কা জাগে বিশ্বকাপেও এই চোট তাকে ভোগায় কিনা।
[৩] তবে কিউই ভক্তদের জন্য স্বস্তির খবর। ভালো আছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারে স্টিড জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও সুস্থ আছেন তিনি। আইপিএলে থেকে হায়দরাবাদের আর ম্যাচ না থাকায় উইলিয়ামসনকে আপাতত মাঠে নামতে হচ্ছে না।
[৪] এছাড়া নিউজিল্যান্ডের জন্য স্বস্তির খবর গত আগস্টে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলতে গিয়ে আঙ্গুলে চোট পাওয়া ডেভেন কনওয়ে ফিরেছেন নেট অনুশীলনে। ক্রিকবাজ