স্পোর্টস ডেস্ক: [২] সাবেক ক্রিকেটার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির জায়গায় দাদাগিরির সঞ্চালক হিসাবে আসছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। জি ফাইভ থেকে পোস্ট হওয়া ছোট্ট ভিডিও তেমনই দেখিয়েছে। সেখানে অঙ্কুশকে ‘দাদা’র সংলাপ বলতে শোনা গিয়েছে। অঙ্কুশকে সঞ্চালনা করতে দেখে চোখ ছানাবড়া অংশগ্রহকারী পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর।
[৩] আচমকাই অভিনেতার পিঠে আলতো ছোঁয়া। হাসিমুখে এসে দাঁড়িয়েছেন সঞ্চালক সৌরভ। তার বক্তব্য, অঙ্কুশ আমার ছোট ভাইয়ের মতো। দাদাগিরিকে নতুন মাত্রায় পৌঁছে দেবে আজকে।
[৪] অঙ্কুশ জোড়হাতে দাদাকে বলেছেন, দাদা তুমি অলরাউন্ডার। এবং সেরা সঞ্চালক। যদি কোনো দিন ‘ভাইগিরি’ বলে কোনও অনুষ্ঠান হয়, আমি চেষ্টা করবো। দাদাগিরি তোমার। সৌরভ-অঙ্কুশের কথোপকথন, তাদের রসিকতায় জমে গিয়েছে প্রশ্নোত্তরের অনুষ্ঠান। জি নিউজ