শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ভারতীয়দের নোংরা মন্তব্যের শিকার ম্যাক্সওয়েল ও ক্রিস্টিয়ানের সন্তানসম্ভবা স্ত্রী

স্পোর্টস ডেস্ক: [২] আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের শিরোপা ছোঁয়ায় ব্যর্থ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তারকায় ভরা দল নিয়ে এবার বাদ পড়তে হয়েছে এলিমিনেটর থেকে।

[৩] এদিকে গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ৪ উইকেটের এই হার ভালোভাবে নিচ্ছেনা দলটির সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের শিকার হতে হয়েছে দলটির দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও ড্যান ক্রিস্টিয়ানকে।

[৪] আইপিএলের দ্বিতীয় পর্বে ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ২৯০ রান করেন ম্যাক্সওয়েল। তবে সোমবার রাতের গুরুত্বপূর্ণ ম্যাচে এই অজি অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ১৯ বলে ১৫ রানের ইনিংস। মূলত এই ইনিংসেই ক্ষোভ ব্যাঙ্গালুরু সমর্থকদের। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল আর আক্রমণের শিকার করা হচ্ছে তাকে।

[৫] এই অজি তারকাও অবশ্য কম যান না। অনলাইনে গালাগালি করা ভারতীয়দের এক হাত নিয়েছেন তিনি। যারা এ ধরনের আক্রমণাত্মক মন্তব্য ছড়াচ্ছে তাদেরকে ‘আবর্জনা’ বলে টুইটারে পরামর্শ দিয়েছেন একজন শালীন মানুষ হবার।

[৬] ম্যাক্সওয়েল লেখেন, কিছু আবর্জনা যা কিনা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তা আসলেই বিরক্তিকর। আমরাও মানুষ, যারা কিনা প্রতিদিন নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। গালাগালি না করে একজন শালীন মানুষ হবার চেষ্টা করুন।

[৭] যদিও সত্যিকারের সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি ম্যাক্সওয়েল। অজি তারকা লেখেন, সত্যিকারের সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা খেলোয়াড়দের ভালোবাসা এবং সমর্থন জুগিয়ে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে কিছু ভয়ঙ্কর মানুষ রয়েছে যারা সামাজিক যোগাযোগমাধ্যমকে একটি ভয়ঙ্কর জায়গায় পরিণত করে চলেছে। এটা অগ্রহণযোগ্য। দয়া করে তাদের মতো হবেন না।

[৮] শুধু ম্যাক্সওয়েল নন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের তোপের মুখে পড়েছেন আরেক অজি ক্রিকেটার ড্যান ক্রিস্টিয়ানও। এই অলরাউন্ডারের সন্তানসম্ভবা প্রেমিকা জর্জিয়া ডুনের ইন্সটাগ্রাম পোস্টে আজেবাজে সব মন্তব্যের পর ক্রিস্টিয়ান নিজেই এই নিয়ে মুখ খোলেন।

[৯] কলকাতার বিপক্ষে ১০ বলে ২৯ রান খরচ করা ক্রিস্টিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আজকের রাতে আমি দারুণ কিছু করতে পারিনি ঠিকই, তবে এটাই ক্রিকেট। যাই হোক, দয়া করে তাকে (ডুন-স্ত্রী) এসব থেকে দূরে রাখুন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়