শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারিন-সাকিবদের বোলিংয়ের প্রশংসায় বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] সুনীল নারিন, সাকিব আল হাসান ও বরুন চক্রবর্তীদের অসাধারণ পারফরম্যান্সে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। এলিমিনেটর ম্যাচ শেষে প্রতিপক্ষ স্পিনারদের প্রশংসা করতে ভুল করেননি কোহলি।

[৩] ক্রিকফেঞ্জি জানায়, ম্যাচটিতে সাকিব চার ওভারে ২৪ রান দেন। বরুন চার ওভারে খরচ করেন ২০ রান। এই দুজন উইকেটশুন্য থাকলেও চার ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট নেন নারিন। কলকাতার স্পিনারদের ত্রিমুখী আক্রমণের ফলেই গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু সাত উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। এই লক্ষ্য ১৯.৪ ওভারেই অতিক্রম করে কলকাতা।

[৪] ম্যাচ শেষে কোহলি বলেন, আমরা শেষ ওভার পর্যন্ত লড়াই করেছি। সুনীল একজন অসাধারণ বোলার, সে আজও তা প্রমাণ করেছে। সাকিব, বরুন ও সে চাপ সৃষ্টি করেছে। মাঝের ওভারগুলোতে তারা আমাদের ব্যাটসম্যানদের আক্রমণাত্মক খেলার সুযোগ দেয়নি। বেঙ্গালুরুর অধিনায়ক আরও বলেন, মাঝের ওভারগুলোতে তাদের স্পিনাররা রাজত্ব করেছে। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।

[৫] ক্রিকইনফো বলছে, ১৩ অক্টোবর আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে কলকাতা। এই ম্যাচের জয়ী দল ১৫ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়