মাসুদ আলম ও সুজন কৈরী: [২] সোমবার (১১ অক্টোবর) সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, প্রতিষ্ঠানটির প্রায় ২শ কোটি টাকা সিআইডির অনুরোধে বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে। তবে রিং আইডির হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ আরও অনেক।
[৩] তিনি আরও বলেন, রোববার কামরাঙ্গীরচর এলাকার বড়গ্রাম এলাকা থেকে রিং আইডির একজন এজেন্ট রেদোয়ান রহমানকে গ্রেপ্তার করে সিআইডি।
[৪] কামরুল বলেন, ২০১৮ সাল থেকে রিং আইডিতে ইউজার হিসেবে কাজ শুরু করে রেদোয়ান। গত সাত/আট মাস আগে রিং আইডিতে এজেন্ট হিসেবে নিয়োগ পায়। প্রতিটি সিলভার আইডি বাবদ ১২ হাজার টাকা, গোল্ড আইডি বাবদ ২২ হাজার, প্রবাসী গোল্ড আইডি বাবদ ২৫ হাজার, প্রবাসী প্লাটিনাম আইডি বাবদ ৫০ হাজার করে নিয়েছে।
[৫] তিনি বলেন, এভাবে ছয় শতাধিক আইডি বিক্রি করে এবং আয়ের প্রলোভন দেখিয়ে এক কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে।