শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে নবমবারের মতো পালিত হচ্ছে স্তন ক্যানসার দিবস

শাহীন খন্দকার:[২] স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ রোববার। দেশে স্তন ক্যানসারে বেশি আক্রান্ত হন চল্লিশোর্ধ্ব নারীরা । প্রতিবছরের মতো একটি প্রতিপাদ্য সামনে রেখে বছরজুড়ে বিস্তৃত কর্মসূচি নিয়ে চলবে নানান আয়োজন।

[৩] ২০১৩ সালের ১০ অক্টোবর বেসরকারিভাবে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালন শুরু করে এ সংক্রান্ত সংগঠনগুলো। ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সঙ্গে রোটারি জেলা ৩২৮১-এর ৪০টি ক্লাব এবারের দিবস উপলক্ষে যৌথভাবে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক দিয়ে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে। এছাড়া অসচ্ছল নারীদের জন্য বিনামূল্যে এবং সবার জন্য অর্ধেক খরচে আল্ট্রাসনোগ্রাম, ম্যামোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা করানোর ব্যবস্থা থাকবে।

[৪]বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, এবারের প্রতিপাদ্য ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’। তার তথ্যানুযায়ী, দেশে চল্লিশোর্ধ্ব নারীরা বেশি আক্রান্ত হন স্তন ক্যানসারে। তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ মতে, এখন সময় হয়েছে সচেতনতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ নারীদের লক্ষণ না থাকলেও স্ক্রিনিং তথা কিছু সহজ পরীক্ষার মাধ্যমে গোপন থাকা স্তন ক্যানসার নির্ণয়ে উদ্বুদ্ধ করা।’

[৫]ডা. হাবিবুল্লাহ তালুকদার জানান, আন্তর্জাতিক সংস্থার দেওয়া অনুমিত হিসাব অনুযায়ী দেশে প্রতিবছর ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হয়। আর মারা যায় সাড়ে ছয় হাজারের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়