শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন এলো বাংলাদেশ দলে

স্পোর্টস ডেস্ক : টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াড ছিল ১৫ সদস্যের। ওমানে দলের সঙ্গে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল।

শনিবার(৯ অক্টোবর) রাত ১০টার পর হঠাৎই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি। যেখানে জানানো হয়েছে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি পেসার রুবেল হোসেন।

এ বিষয়ে খোঁজ নিতে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, দলে কিছু ইনজুরি সমস্যা আছে। তাই স্ট্যান্ডবাই থেকে আমরা রুবেলকে মূল দলে টেনে নিয়েছি।

জানা গেছে, পূর্বঘোষিত ১৫ জনের দলে থাকা আরেক ডানহাতি পেসার তাসকিন আহমেদের ইনজুরি শঙ্কা রয়েছে। এজন্য মূলত পেসার রুবেলকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এখন টাইগারদের রিজার্ভে রইলেন শুধুমাত্র লেগস্পিনার বিপ্লব।

করোনা পরিস্থিতির কারণে দল বড় করার স্বাধীনতা রেখেছে আইসিসি। যে কারণে ১৭ জন নিয়ে মূল বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলতে ওমান গেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে বিশ্বকাপের প্রাথমিক মিশন শুরু করছে।

আগামী ১৭ অক্টোবর ওমান ক্রিকেট একাডেমি মাঠে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্নি। তবে এর আগে অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল রোববার (১০ অক্টোবর) বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। মোস্তাফিজুর রহমান আইপিএল শেষ করে শারজাহ থেকে আবু ধাবিতে টিম হোটেলে পৌঁছেছেন। টাইগার পেসার এখন পুরো দলের অপেক্ষায়।

আবু ধাবিতে আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বৃহস্পতিবারের (১৪ অক্টোবর) ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তারপরও ওমান ফিরে বাছাইপর্বের বাধা পেরোতে মাহমুদউল্লাহ রিয়াদের দল একে একে লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের বিপক্ষে।

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি ও রুবেল হোসেন।

রিজার্ভ: আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়