নিউজ ডেস্ক: বাড়ির পোষা কুকুর বা বিড়ালের সঙ্গে বাচ্চারা খেলাধুলা করছে স্বাভাবিকভাবেই আপত্তি থাকে না। কিন্তু সাপ দেখলেই যেখানে পূর্ণবয়স্ক মানুষই দৌঁড়ে পালায়, সেখানে ছোট বাচ্চাদের তো কথাই নেই। তাই দুই বছরের ছোট্ট এক শিশুকে যদি বাবাই বিশালাকার এক সাপের লেজ ধরে টানতে বলে তাহলে সেটা অবাক হওয়ার মতো বিষয় বৈকি।
View this post on Instagram
সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে ঠিক এমনটাই দেখা গেছে। অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী বিশেষজ্ঞ র্যা ঙ্গলার ম্যাট রাইট সম্প্রতি ইনস্টাগ্রামে ওই ভিডিও পোস্ট করেছেন।
ওই ভিডিওতে দেখা গেছে, লনে বিশালাকার একটি সাপের লেজ ধরে টানছে ম্যাটের দুই বছর বয়সী ছেলে। ম্যাট ছেলেকে নিরস্ত করার চেষ্টা তো করেনইনি উল্টো উৎসাহ দিয়েছেন। ভিডিওতে ম্যাটকে বলতে শোনা গেছে, টানো। টেনে ঘাসের দিকে নিয়ে যাও।
র্যা ঙ্গলার ন্যাশনাল জিয়োগ্রাফিকের একজন সঞ্চালক। বন্যপ্রাণীদের নিয়েই তিনি কাজ করেন। কিন্তু তারপরও ম্যাটের এভাবে ছেলেকে সাপের লেজ ধরে টানার ব্যাপারে উৎসাহ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না নেটিজেনরা। অবশ্য অলিভ প্রজাতির অজগরটি বিষধর নয় বলে জানা গেছে।