শিরোনাম
◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: শেখ হাসিনাই বাংলাদেশ

বঙ্গবন্ধুকে হত্যার আগে তাঁকে বারবার সাবধান করেছিলো ভারত ও রাশিয়ার ইন্টেলিজেন্স। বঙ্গবন্ধু সেই সন্দেহ উড়িয়ে দিয়েছিলেন প্রবল তাচ্ছিল্যে। একজন মানবিক নেতা বলেই তিনি দৃঢভাবে বিশ্বাস করতেন, যে দেশের মানুষকে তিনি এতোটা ভালোবাসেন সেই দেশের মানুষ তাঁর কোনো ক্ষতি করবে না। মানুষকে বিশ্বাস করার দাম জীবন দিয়ে চুকোতে হয়েছে জাতির জনককে। না, শুধু নিজের জীবন দিয়ে এ দেশের মানুষকে বিশ্বাস করার দাম শোধ হয়নি। চড়া দামে দিতে হয়েছে নিজের শিশুপুত্রসহ পুরো পরিবারের জীবন। সে দাম এখনো শোধ করছি আমরা, পুরো জাতি। মানবিক পিতার ভুল টেনে নিয়ে এখনো এদেশের মানুষকে বারবার বিশ্বাস করছেন শেখ হাসিনা। এ পর্যন্ত ঊনিশবার হত্যার পরিকল্পনা হয়েছে তাঁকে। মৃত্যুকে নিঃশ্বাসের সঙ্গে রেখে, পায়ের সঙ্গে বেঁধে এই দেশটাকে, দেশের মানুষকে বিশ্বাস করে চলছেন তিনি। এখন আমি কি এই অতি মানবিক, আবেগীয় শেখ হাসিনাকে প্রশংসা করবো? তাঁর সারল্যের, উদারতার ভক্ত হবো?

না, আমি তা করবো না। কারণ বিষের গরল হজম করা নীলকণ্ঠ শেখ হাসিনা আমি চাই না। যার কারণে কপাল ফাটে তাকে পাশে রাখা মন্ত্রিসভা আমার কাছে বড় অসদৃশ লাগে, যেমন লাগে বারবার একই বিমানে ‘দুর্ঘটনা’ দেখে। তাই উদার মানবিক শেখ হাসিনার চাইতে এখন বেশি জরুরি রাগ, ক্রোধ আর অবিশ্বাসের মানবীয় দোষ ত্রুটি নিয়ে একজন মানুষ শেখ হাসিনা। এই দেশ মানবিকতাকে ধারণ করতে পারে না। এই দেশ খন্দকার মোশতাক, মিরজাফরের বংশজ। এই দেশ বঙ্গবন্ধুর মতো, শেখ হাসিনার মতো কলিজাকে হজম করতে পারে না। প্রিয় নেতা, আগেও অনেকবার লিখেছি, আবারো লিখছি, দয়া করে এবার একটু অনুদার হোন, একটু রক্ষণশীল হোন। আপনাকে এখনো এই দেশের প্রয়োজন ভীষণ রকম। এই দক্ষিণ এশিয়ার রাজনীতি স্থিতিশীল রাখতে আপনাকে প্রয়োজন।

বিশ্ব রাজনীতির মেরুকরণে আপনাকে প্রয়োজন। আমাদের আপনাকে প্রয়োজন। সমস্ত সমালোচনা আর প্রশ্নের শেষ উত্তরে এটা জানি, শেখ হাসিনা বলেই এতো প্রশ্ন আমরা তুলতে পারি। শেখ হাসিনার অবর্তমানে কাদের হাতে এই দেশ যাবে, সেই ভয়কংর অবস্থা কল্পনাও করতে পারি না আমি। প্রিয় নেতা, দয়া করে অবিশ্বাস করুন। দয়া করে সন্দেহ করুন। দয়া করে বুঝুন, আপনাকে সরিয়ে দেবার দেশি-বিদেশি চক্রান্ত। ভুলে যাবেন না, বঙ্গবন্ধুও আপনার মতোই বিশ্বাস করেছিলেন ‘তাদের’। আপনাকে তাই এবার অবিশ্বাসী হতে হবে আমাদের জন্য, এই বাংলাদেশের জন্য। শেখ হাসিনাই বাংলাদেশ । শুভকামনা প্রিয় নেতা শেখ হাসিনা। শতায়ু হোন, শরীরে মনে সুস্থ থাকুন। স্বপ্ন এখনো রয়েছে বাকি...। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়