শিমুল মাহমুদ: [২] সেপ্টেম্বরের শুরুতে সরকারি ও বেসরকারিখাতের ৩০ সদস্য প্রতিনিধি দল নিয়ে উজবেকিস্তান সফরে যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। একমাস পর উজবেকিস্তান সফরের অগ্রগতি জানাতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
[৩] সভার শুরুতে বেসরকারীখাতের বিনিয়োগকারীরা উজবেকিস্তানে নিজেদের বিনিয়োগ নিয়ে অগ্রগতি তুলে ধরেন। তারা বলেন, আমি যে এখানে বিনিয়োগ দিবো; সেখানে আমাদের ৩০ শতাংশ দক্ষ কর্মী নিতে চাই। তারা যেনো ফরেন ওয়ার্কার হিসেবে তাদের রেমিডেন্স পাঠাতে পারে।
[৪] আলোচনায় উজবেক বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ ও শিল্প স্থাপনে জটিলতা গুলো আসে।
[৫] বৈঠক শেষে সালমান এফ রহমান জানান, উজবেকে গ্যাসের মজুদ পর্যাপ্ত থাকায় সে দেশে শিল্প কলকারখানা স্থাপনে লাভবান হবে পারে বাংলাদেশ।
[৬] তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলতে পারি ‘আপনি ওখানে গ্যাস বেশি থাকায় শিল্পকারখানা গড়ে সেখানকার লভাংশ বাংলাদেশে আনবো আর আমাদের শ্রমিক সেখানে নিয়ে যাবো।’
বৃহস্পতিবার বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক বানিজ্যিক অগ্রগতি নিয়ে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।