রাশিদুল ইসলাম : [২] পুলিশ রিও ডি জেনিরোতে শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত একজন ধনী ব্যক্তিকে গ্রেফতার করার সময় এসব নাৎসি স্মারক দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। ৫৮ বছরের ওই ব্যক্তির নাম উল্লেখ না করে জানায় শিশুদের বাড়িতে নিয়ে সে যৌন নির্যাতন করত। ফোর্বস
[৩] পুলিশ ওই বাসা থেকে ১ হাজারের বেশি নাৎসি স্মারকের মধে ইউনিফর্ম, পদক, হিটলারের ছবি, চিত্র ও বিভিন্ন ধরনের স্মারক চিহ্ন উদ্ধার করে।
[৪] দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় ব্যবহৃত বন্দুক ও গুলি পাওয়ায় পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে।
[৫] উদ্ধারকৃত এক একটি নাৎসি ইউনিফর্মের দাম ২ লাখ ৯০ হাজার ডলার।
[৬] গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাজিলের ফার-রাইট গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।