ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে। বুধবার এ নিয়োগ দেয়া হয়। তিনি বর্তমান আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের স্থলাভিষিক্ত হবেন। লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে পেশোয়ার ভিত্তিক একাদশ করপোরালের কমান্ডার হিসেবে পোস্টিং দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। কয়েকদিন ধরেই দেশের গোয়েন্দা বিভাগে পরিবর্তন আসবে বলে আলোচনা চলছিল। তার মধ্যেই আইএসের নতুন মহাপরিচালক নিয়োগের ঘোষণা এলো।