শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ কি জ্যাকি চানের মত সন্তানের দায় স্বীকার করবেন

শোয়াইব সর্বনাম, ফেসবুক থেকে, মাদক মামলায় জ্যাকি চ্যানের ছেলে জেসি এ্যারেস্ট হওয়ার পর জ্যাকি তার ছেলের সাথে দেখা করতে যাননি। এমনকি নিজের কোন অর্থ বা ক্ষমতাও ব্যবহার করেননি ছেলেকে জেল থেকে বের করে আনার জন্য। কোর্টের কোন শুনানিতেও জ্যাকি চ্যান যান নাই। ৬ মাস সাজা কাটার পর জেসি মুক্তি পান।

যেদিন জ্যাকি চ্যানের ছেলের নাম মিডিয়ায় প্রকাশ পেল, জ্যাকি চ্যান চুপ থাকেন নি বা লোকচক্ষুর অন্তরালে চলে যান নি। মিডিয়ায় সবার সামনে এসে তিনি ক্ষমা চান।'

— আরিয়ানের মাদক মামলা এবং এই বিষয়ে শাহরুখের পদক্ষেপ নিয়ে লিখছেন Syed Nazmus Sakib —
শাহরুখ খানের ছেলে আরিয়ান মাদক কেসে জড়ানোর আগে আরও অনেক সেলেব্রিটির সন্তানের সাথেও এমন ঘটনা ঘটেছে। একজনের নাম বলছি, যিনি স্টারডমে শাহরুখকেও ছাড়িয়ে। নাম তার- জ্যাকি চ্যান।

২০১৪ সালে জ্যাকি চ্যানের ছেলে জেসি মাদক সেবনের মামলায় আটক হন। নিজের ফ্ল্যাটে তিনি নিজের বন্ধু কোকাইয়ের সাথে মারিজুয়ানা সেবন করছিলেন। কোকাই নিজেও একজন তরুণ সুপারস্টার ছিলেন। এই সময়েই পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

কোকাই যেখানে মাত্র ১৫ দিনের মাঝে জামিনে মুক্তি পেয়ে যান নিজের ক্ষমতা ব্যবহার করে, সেখানে জেসিকে ৩ বছরের সাজা শোনানো হয়। এর কারণ হল, জেসি শুধু নিজে ড্রাগ নেন নাই, নিজের ফ্ল্যাটে একজন মানুষকে রেখে ড্রাগ নেয়ার সুযোগ করে দিয়েছিলেন। আরেকটা ব্যাপার, সেই সময়ে জেসির বাবা জ্যাকি চ্যান চায়নার এন্টি ড্রাগ ক্যাম্পেইনের গুড উইল এম্বাসেডর ছিলেন। বাবা মাদকবিরোধী আলাপ করেন, আর তার ছেলে সম্পূর্ণ উল্টোপথের যাত্রী- হায় নিয়তি!

জেসি এ্যারেস্ট হওয়ার পর জ্যাকি চ্যান তার ছেলের সাথে দেখা করতে যান নি। এমনকি নিজের কোন অর্থ বা ক্ষমতাও ব্যবহার করেনি নি ছেলেকে জেল থেকে বের করে আনার জন্য। কোর্টের কোন শুনানিতেও জ্যাকি চ্যান যান নাই। ৬ মাস সাজা কাটার পর জেসি মুক্তি পান।

যেদিন জ্যাকি চ্যানের ছেলের নাম মিডিয়ায় প্রকাশ পেল, জ্যাকি চ্যান চুপ থাকেন নি বা লোকচক্ষুর অন্তরালে চলে যান নি। মিডিয়ায় সবার সামনে এসে তিনি ক্ষমা চান। তিনি আরও বলেন- এই ঘটনার জন্য অবশ্যই আমার ছেলে দায়ী, তবে বাবা হিসেবে আমারও দায় আছে। আমি হয়ত তাকে ঠিকঠাক নৈতিকতা শেখাতে পারি নাই। হয়ত আমার ভরণপোষণে কোন সমস্যা ছিল, তাই হয়ত সে এই রাস্তায় গেছে। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই। কখনোই ড্রাগসের দিকে যাবেন না, ড্রাগস সবার জন্যই খারাপ। আমার ছেলের এই কর্মকাণ্ডে আমি খুবই লজ্জিত। আমি এই সময়কার বাচ্চাদের বলব, তারা যেন আমার ছেলের কাজ দেখে শিক্ষা নেয়। এরকম কাজ যেন তারা না করে। বাবা হিসেবে আমি আজ ব্যর্থ। আর আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি।

জেল থেকে বের হওয়ার পর জ্যাকি চ্যান ছেলে সম্পর্কে অতিরিক্ত কোন উচ্ছ্বাস দেখান নাই। ছেলেও প্রচন্ড অভিমান করেছিল বাবার উপরে এই ব্যাপারে যে, এতদিন কেন আমাকে একবারও জেলে দেখতে যান নাই? তবে সময়ের সাথে সাথে ছেলে বুঝতে পারেন, বাবার এই ব্যবহারই সঠিক ছিল।

সানফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খান গিয়েছিলেন অনেক বছর আগে। সেখানে তার মাই নেম ইজ খান সিনেমাটি দেখানো হয়। রাশ আওয়ার সিনেমার পরিচালকের সাথে বেশ ভাল একটা আড্ডা হয় খান সাহেবের। খান সাহেবকে চমকে দিয়ে ভিডিও কলে সেখানে হাজির হন জ্যাকি চ্যান। জ্যাকি চ্যানকে দেখে শাহরুখ বলেন- আমার ছেলে আরিয়ান যখন জন্ম নেয়, তখন তাকে প্রথমবারের মত দেখে আমার মনে হচ্ছিল- আমার ছেলে একদম জ্যাকি চ্যানের চেহারা পেয়েছে।

চেহারায় হয়ত আসলেই মিল ছিল, কিন্তু কর্মে মিলটা আসেনি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য ইতিমধ্যে শাহরুখ নিজের সর্বশক্তি প্রয়োগ করেছেন, যেকোনো বাবাই সেটা করবেন। সতীশ মানশিন্ডের মত উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি কিনা সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেস লড়েছেন। প্রতি শুনানিতে যিনি প্রায় ১০ লাখের মত চার্জ করেন।

আরিয়ান খান হয়ত শাস্তি পাবেন বা মুক্তি পাবেন। তবে বাবা হিসেবে শাহরুখ খান নিজের জায়গাটা ক্লিয়ার করবেন কিনা জ্যাকি চ্যানের মত, বা সেরকম "জ্যাকি চ্যান" টাইপের বাবা হওয়ার ইচ্ছা তার আছে কিনা- সেটা সময়ই বলবে।

ফেসবুকে এ স্ট্যাটাসটির প্রতিক্রিয়ায় নাজমুল ইসলাম মিহাদ তার প্রতিক্রিয়ায় লিখেছেন, জ্যাকি চ্যানের আরেকটা ব্যাপার আছে। তিনি তার কোন সম্পদ সন্তানকে দিবেন না। যদিও মনে হতে পারে ছেলের প্রতি রাগ থেকে তিনি করেছেন। আসলে সেটা নয়। তিনি মনে করেন তার সন্তান যদি ধনি হবার যোগ্যতা রাখে তাহলে পরিশ্রম করেই হবে। আর না হলে তার রেখে যাওয়া সম্পদ নষ্ট করবে। তাই সব কিছু দান করে দিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়