শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে সাড়ে৭কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের গোদরবিল এলাকা থেকে সাড়ে৭কোটি টাকার মূল্য মানের দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মোঃ আব্দুল মজিদ(২০)নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

[৩]মঙ্গলবার রাতে সদর ইউপি গোদার বিল এলাকা থেকে মাদক আইসসহ তাকে আটক হয়।

[৪]আটক সেই, একই এলাকার হোছেন আলীর ছেলে।

[৫]বুধবার দুপুরে টেকনাফ২বিজিবি ব্যাটালিয়নে চিত্রবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান(পিএসসি)।এসময় উপস্থিত ছিলেন, ২বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর ও অপারেশন অফিসার মেজর এম মুহতাসিম বিল্লাল শাকিল।

[৬] অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোদার বিল বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে কৌশনে অবস্থান গ্রহণ করে। টহলদল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে উক্ত স্থানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা দ্রুত মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদলের ধাওয়া খেয়ে এক যুবক মোটর সাইকেল থেকে নেমে ওই এলাকায় তিন তলা বিশিষ্ট একটি বাড়িতে উঠে যায়।উক্ত বাড়ি তল্লাশি করে এক যুবককে আটক করতে সক্ষম হয়।

[৭] পরে ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশি চালিয়ে ২টি প্যাকেট উদ্ধার করা হয়।প্যাকেটের ভেতর থেকে ৭ কোটি ৫০ লাখ টাকার ১কেজি ৫০০গ্রাম মাদক ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

[৮] তিনি আরো জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়