সুমাইয়া মিতু: [২] ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাবাল স্বাস্থ্য বিষয়ে এখন পর্যন্ত করা সর্ববৃহত জরিপে পাওয়া যায়, এ বছর গুলোর মধ্যে প্রায় ১৪ শতাংশ প্রবাল প্রকৃতি থেকে ধ্বংস হয়ে গেছে। প্রবালের সংখ্যা কমে যাওয়ায় সামুদ্রিক বাস্তুতন্ত্রের পরিবর্তন হচ্ছে এবং একই সঙ্গে সমুদ্রকে আরো উষ্ণতর করে তুলছে।
[৩] মঙ্গলবার প্রকাশিত বিশ্বের ৩০০ জনেরো অধিক প্রবাল এবং প্রবালপ্রাচীর পর্যবেক্ষণ নেটওয়ার্কের বিজ্ঞানীদের গবেষণায় যৈথভাবে প্রণীত প্রতিবেদন অনুসারে, উত্তর এশিয়া, প্রশান্ত মহাসাগর, আরবের উপকূল সংলগ্ন সমুদ্রসহ অস্ট্রেলিয়ার উপকূল সংলগ্ন সমুদ্রের প্রবাল সংখ্যা সর্বাধিক হৃাস পেয়েছে। বিশ্বজুরে সমুদ্রতলদেশের প্রায় ১১৭০০ বর্গ কিলোমিটার জায়গার প্রবাল ধ্বংস হয়েছে । সম্পাদনা: ফাহমিদুল কবীর