রাশিদুল ইসলাম : [২] কোভিড ভাইরাসের সঙ্গে বসবাসের কৌশলের দিকে ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড। কোভিড ভাইরাস নির্মূলের প্রচেষ্টা পরিত্যাগ করার কারণ হচ্ছে অত্যন্ত সংক্রামক ডেল্টা ভাইরাসের বিপক্ষে ‘জিরো কোভিড স্ট্রাটেজি’ বাস্তবায়ন কঠিন। সিএনএন
[৩] দেশটির সীমান্ত কোভিড মোকাবেলায় বন্ধ করে দেওয়ার পর ৪ হাজার ৪০৯ জন কোভিডে আক্রান্ত হওয়ার পর ২৭ জন মারা গেছে।
[৪] গত আগস্টে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটনার পর দেশটির গুরুত্বপূর্ণ শহর অকল্যান্ডে ফের লকডাউন আরোপ করা হয়। নতুন করে যে ২৪ জন কোভিডে আক্রান্ত হয় তাদের অধিকাংশই অকল্যান্ডের বাসিন্দা।
[৫] নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা অ্যাডার্ন স্বীকার করেছেন ডেল্টা ভ্যারিয়েন্ট এমন এক দূর্গের মত যে তাকে কাঁপানোই কঠিন ছিল। কোভিড নিয়ন্ত্রণ সিংহভাগ সম্পন্ন হলেও ডেল্টাকে নিয়ন্ত্রণ অবিশ্বাস্যভাবে কঠিন।