শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান কেবল আইসিসির টাকায় চলতে পারে না: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান ক্রিকেটের সুদিন ফেরানোর ঘোষণা দিয়েই দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রমিজ রাজা। ইতোমধ্যে সেই লক্ষ্যে বেশ কিছু বড়সড় পরিবর্তনও এনেছেন নবনির্বাচিত পিসিবি প্রধান। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে ক্রিকেটের উন্নতির জন্য একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থা রাখার ওপর জোর দিলেন রমিজ রাজা।

[৩] সাবেক পাকিস্তান অধিনায়ক এবং বর্তমান পিসিবি সভাপতি মনে করেন, কেবল মাত্র আইসিসির তহবিলের উপর নির্ভর করে চলতে পারে না পাকিস্তান ক্রিকেট। তাই তো পাকিস্তানের ক্রিকেটের স্বার্থে দেশটির কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সম্প্রদায়কে দেশের ক্রিকেট বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

[৪] মঙ্গলবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পরিদর্শন করতে যেয়ে স্থানীয় উদ্যোক্তাদের উদ্দেশ্য পিসিবি প্রধান রমিজ রাজা এ প্রসঙ্গে বলেন, আমাদের দল যদি বিশ্বের এক নম্বর হয়ে যায়, তাহলে বিদেশি দলগুলো দেশে এসে খেলতে অস্বীকার করবে না। আমাদের ক্রিকেট এখন শুধু আইসিসির তহবিলের উপর নির্ভর করছে এবং যখন আমি হিসাবগুলো দেখি, আমি খুব ভয় পাই। কারণ সেখানে স্থানীয় উদ্যোক্তাদের অবদান অতি সামান্য।

[৫] তিনি আরও বলেন, কোভিডের মতো অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পিসিবির প্রতিশ্রুত অর্থ প্রাপ্তিতে সহজেই টান পড়তে পারে। এটি আর্থিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তান ক্রিকেটের অবস্থার অবনতি ঘটাতে থাকবে।

[৬] বর্তমানে প্রতিবেশি দেশগুলোর ক্রিকেটে প্রচ্চুর বিনিয়োগ রয়েছে এবং সে কারণেই তারা দ্রæত উন্নতি করে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বলে মনে করেন রমিজ রাজা। তাই দেশের ক্রিকেটের উন্নয়নে পাকিস্তানের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পিসিবি সভাপতি বলেন, আমাদের অবশ্যই একই পৃষ্ঠায় থাকতে হবে, কেননা এটি জাতীয় চেতনা সম্পর্কে। আমাদের প্রতিবেশি দেশগুলির তুলনায় আমাদের ক্রিকেটের আর্থিক অবস্থার সূচক মাত্র ৫% শতাংশ। সেখানে সুদ ব্যাপক এবং প্রচ্চুর বিনিয়োগের কারণে দলগুলি আমাদের ছাড়িয়ে গেছে। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়