শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:৫১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে পৌর একাউন্টে ৪ লাখ ২০ হাজার টাকা ও বিদেশী মদসহ গ্রেপ্তার এক

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে পৌরসভার একাউন্টেন্ট কাজলকে (৪৬) নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ও এক বোতল বিদেশী মদসহ আটক করেছে র‌্যাব-১৩।

[৩] মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার একাউন্টেন্ট আলমগীর হোসেন কাজল চাকরির সুবাদে উপজেলা ডর্মেটারিতে থাকতেন। অন্যান্যদিনের ন্যায় পৌর কার্যালয়ের দাপ্তরিক কাজ শেষে তিনি উপজেলা পরিষদ ডর্মেটারিতে (পুরুষ) যান। সেখানে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমোতে যান।

[৪] গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাত সাড়ে ৮টা নাগাদ র‌্যাব-১৩ এর একটি টীম আকস্মিক তার রুমে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব টীমটি প্রাথমিক ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা নগদ ৪ লাখ ২০ হাজার টাকা এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করে।

[৫] অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশবাড়ী নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা (নং-০৬) দায়ের করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন কাজল পাবনা জেলার সাথিয়া উপজেলার তেঘরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা যায়।

[৬] থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়