আফসান চৌধুরী: ১৯৭১-এর ইতিহাস চর্চায় জীবনে যতো কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিলো এই কাজ। একটি জেলার প্রতিটি গ্রামের হত্যা ও নির্যাতনের ইতিহাস লিপিবদ্ধ করা। ভেবেছিলাম এই কাজটা করতে পারবো না। টাকা, লোকবল, তদারকি ইত্যাদি। কিন্তু এ দেশের মানুষ ওপরতলা, যেমন লোভী, তেমনি অনেক সাধারণ মানুষ স্বার্থহীন ওই এলাকার স্কুল শিক্ষকগণ তথ্য সংগ্রহের কাজ করেন বিনা পারিশ্রমিকে ও মাঠের কাজে নেতৃত্ব দেয় ইস্কান্দার আলী আর প্রকল্প পরিচালনায় ছিল ইতিহাসবিদ এনামুল হক ও ২৭৩০টি গ্রামের জরিপ কেউ করেছে কিনা জানি না সরকার করেনি বোধহয়।
২. তিন লাখ টাকা খরচ হয়, প্রায় সবটাই এসেছে আমার জাতিসংঘের প্রাক্তন সহকর্মীদের কাছ থেকে ও এই সংগ্রহের নেতৃত্ব দেন সেলিম আহমেদ ভাই যিনি ক’দিন আগে কোভিডের আঘাতে চলে গেলেন। প্রকাশককে দেবো না, অনলাইনে ছেড়ে দেবো কাজটা করতে পেরে আমাদের জীবন কিছুটা হলেও সার্থক। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক