শিরোনাম
◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:২০ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২২তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] রোববার কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. মজিবুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে সাইবার হ্যাকিং এর মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক এ রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব হতে চুরিকৃত অর্থ উদ্ধারে আইনী প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

[৫] বৈঠকে একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নিয়োগ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

[৬] বৈঠকের শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও তার পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতাসহ ২১ আগস্ট যাঁরা শহীদ হয়েছেন তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

[৭] এছাড়া, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়