শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহারে প্লাস্টিক বস্তা ব্যবহারে দুই অটো মিলের ৭৫ হাজার টাকা জরিমানা

মমতাজুর রহমান: [২] বগুড়ার সান্তাহারে চাল ও ধান বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও এ আইন মানছেন না ব্যবসায়ীরা। এ দুটি ভোগ্যপণ্যের মোড়কে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে সরকারের কড়া নিষেধাজ্ঞা থাকলেও এখানকার অটো রাইস মিল মালিকরা এখনও প্লাস্টিকের বস্তায় অবাধে ধান ও চাল বাজারজাত করছেন।

[৩] গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে সান্তাহারে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করায় দুই অটো মিল মালিকের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৪] দণ্ড প্রাপ্তরা হলো- সান্তাহার পূর্ব ঢাকা রোড় এলাকার মেসার্স সালমান অটো রাইস মিল লিমিটেডের ম্যানেজার মুকুল হোসেন ও সান্তাহার রোডের মেসার্স মোস্তাকিন অটো রাইস মিলের ম্যানেজার সাজু হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৫] তিনি জানান, সরকারি আইন বিধি লঙ্ঘন করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মেসার্স সালমান অটো রাইস মিল লিমিটেডের ৪৫ হাজার টাকা ও মেসার্স মোস্তাকিন অটো রাইস মিলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সোহেল রানা ও পাট উন্নয়ন সহকারী রফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়