শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে পৃথক ঘটনায় ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে পৃথক ঘটনায় মাহবুব হোসেন ও শাহজাদী বেগম নামে দুইজনের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩ অক্টোবর) সকালে উপজেলার গোপীনাথপুর ও মধুপুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব হোসেন (৩৫) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঝাকুয়ার ডাংগা গ্রামের আমির হোসেনের ছেলে ও শাহাজাদী বেগম(২২) মধুপুর ইউনিয়নের সন্তোষপুর পাতাইপাড়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।

[৩] পুলিশ ও এলাকাবাসী জানায়, মাহবুর হোসেন দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভূগছিলেন। শনিবার রাতে তার নিজ ঘরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

[৪] এদিকে শাহাজাদী বেগমের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ রোববার সকালে স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে পুলিশ। স্বামীর পরিবার আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ বলছে বিষয়টি সন্দেহজনক।

[৫] বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, মাহাবুর হোসেন একজন মানসিক রোগী। অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শাহাজাদী বেগমের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। তাই তার মরদে হময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়