শিরোনাম
◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে পৃথক ঘটনায় ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে পৃথক ঘটনায় মাহবুব হোসেন ও শাহজাদী বেগম নামে দুইজনের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩ অক্টোবর) সকালে উপজেলার গোপীনাথপুর ও মধুপুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব হোসেন (৩৫) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঝাকুয়ার ডাংগা গ্রামের আমির হোসেনের ছেলে ও শাহাজাদী বেগম(২২) মধুপুর ইউনিয়নের সন্তোষপুর পাতাইপাড়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।

[৩] পুলিশ ও এলাকাবাসী জানায়, মাহবুর হোসেন দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভূগছিলেন। শনিবার রাতে তার নিজ ঘরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

[৪] এদিকে শাহাজাদী বেগমের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ রোববার সকালে স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে পুলিশ। স্বামীর পরিবার আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ বলছে বিষয়টি সন্দেহজনক।

[৫] বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, মাহাবুর হোসেন একজন মানসিক রোগী। অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শাহাজাদী বেগমের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। তাই তার মরদে হময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়