শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: বাংলাদেশে টাকার সমস্যা নেই, আছে মূল্যবোধ ও মানবতার সংকট

শরিফুল হাসান: রংপুরের মোটরশ্রমিক আবদুল আজিজ মারা যান আড়াই বছর আগে। স্বামীর অবর্তমানে তার স্ত্রী রোজিনা সন্তান নিয়ে অকুলপাথারে পড়েন। এমন সময় সড়ক দুর্ঘটনায় তার বড় বোন ও স্বামী মারা যায়। তাদের দুই সন্তানকেও নিজের কাছে আনেন রোজিনা। কিন্তু এই তিন শিশু নিয়ে চলবেন কী করে? বিপদের এই দিনে রোজিনার পাশে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী একটি সংগঠন ‘স্বপ্ন ছুঁই’। তারা রোজিনাকে একটা সেলাই মেশিন কিনে দেন। এখন রোজিনা বাড়িতে বসে কাপড় তৈরি করে পরিবারটা চালাচ্ছেন। আমি সবসময় মানুষে বিশ্বাস রাখি। আস্থা রাখি তারুণ্যে। আর সে কারণেই সকালে প্রথম আলোয় যখন এই খবরটা পড়লাম ভীষণ মন ভালো হয়ে গেলো। রংপুরের বিশ্ববিদ্যালয় আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছুঁই’। এর উদ্যোক্তা তরুণ মুহতাসিম আবশাদ। ছাত্র-ছাত্রীরাই এর সদস্য। অন্য সংগঠনের সঙ্গে তাদের পার্থক্য হলো এই সংগঠনের সদস্যরা নিজেদের টাকায় এ মানবিক কাজগুলো করেন। নিজেরা টিউশনি করে যে আয় করেন সেখান থেকে প্রতি মাসে কিছু জমান। নিজেদের জন্মদিন পালন না করে তারা সেই অর্থ খরচ করেন মানবসেবায়।

সবচেয়ে ভালো লাগার বিষয় স্বপ্ন ছুঁইয়ের সদস্যরা মানুষকে ক্ষণিকের সাহায্য দেওয়ার চেয়ে জীবিকার দিকে বেশি নজর দেন। এ জন্য ৮৯ জন নারীকে সেলাই মেশিন কিনে দিয়েছেন। ২১৫টি পরিবারকে কিনে দিয়েছেন হাঁস-মুরগি। মা-বাবাহীন ১৫টি শিশুর ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। পাঁচজন প্রতিতবন্ধীকে দিয়েছেন হুইল চেয়ার। নারীদের জন্য নিয়িমত ন্যাপকিন দেন। এক হাজারের বেশি নি¤œ আয়ের মানুষের বাড়িতে ফলদ ও বনজ গাছ লাগিয়ে দিয়েছেন। এই ছোট পরিসংখ্যান বলে দেয় এই ছেলেমেয়েরা নারী, প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া সব মানুষের কথা ভাবছে। ভাবছে পরিবেশের কথা। আমি সবসময় বলি মানবতার চেয়ে আর বড় কিছু নেই। একটু মানবিক হলেই বহু সমস্যার সমাধান সম্ভব। অনেকবার লিখেছি আজকের বাংলাদেশে টাকার সমস্যা নেই, আছে মূল্যবোধের সংকট, মানবতার সংকট।

‘স্বপ্ন ছুঁইয়ের’ সদস্যদের মতো আমরা সবাই যদি নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে মানুষের পাশে এগিয়ে আসি এই দুনিয়াটাই বদলে যাবে। আমি সবসময় মনে করি নিজদের বিলাসিতা বা খরচ বাঁচিয়ে, একটা দামি আইফোন, একটা ভালো জামা বা জুতো কেনার চেয়ে টাকা বাঁচিয়ে চাইলে একটা মানুষের জীবন বদলে দেওয়া যায়। এর নামই মানবতা। এর নামই ভালোবাসা। এই ভালোবাসা আর মানবতায় ভরে উঠুক পুরো পৃথিবী। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়