স্পোর্টস ডেস্ক : [২] সাকিব আল হাসান এবারের আইপিএল আসরে ভারত পর্বে মোটে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু আরব আমিরাত পর্বে কলকাতা খেলেছে পাঁচটি ম্যাচ। এর একটিতেও জায়গা হয়নি সাকিবের।
[৩] দলটির সবশেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হারার পর কলকাতার প্রধান কোচ ব্যান্ডন ম্যাককালাম সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়ে বলেন, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে সাকিবকে রাখা হবে। আমরা মিডল অর্ডারের সামর্থ্য বাড়াতে চাই। তাকে উপরের সারির তিন ব্যাটসম্যানের মধ্যে বিবেচনা করবো, মিডল অর্ডারেও সে যেকোনো জায়গায় মানিয়ে নিতে পারবে। - ক্রিকবাজ