ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের বড়ইতলী এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে ২০ হাজার ইয়াবাসহ মো. হাশেম (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
[৩] শুক্রবার রাতে সদর ইউপি বড়ইতলী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সেই একই এলাকার মো. নুর আলমের ছেলে।
[৪] শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি)। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে ৫০০ মিটার উত্তরে বড়ইতলী সড়ক সংলগ্ন এলাকায় কৌশলে অবস্থান নেয়। একজন সন্দেহভাজন ব্যক্তিকে উক্ত স্থানে ঘুরাফেরা করতে দেখে। ওই ব্যক্তিকে প্রায় এক ঘন্টা যাবৎ পর্যবেক্ষণ করার পরে তাকে আটক করতে সক্ষম হয়।
[৫] পরে ধৃতকে জিজ্ঞেসাবাদ করে জানা যায়, বড়ইতলী তার নিজ বাড়িতে ইয়াবা লুকায়িত রয়েছে। আটককৃত যুবককে সাথে নিয়ে গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বসত বাড়িতে অভিযান পরিচালনা করে বাথরুমের পিছনে ঝোপের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগ তল্লাশি করে ৬০ লাখ টাকার মূল্য মানের ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ধৃতের ছোট ভাই মাদককারবারী মো. সালাম (১৯) বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
[৬] তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।