শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিজিবি'র অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক এক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের বড়ইতলী এলাকায় একটি ব্যাগের ভেতর থেকে ২০ হাজার ইয়াবাসহ মো. হাশেম (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

[৩] শুক্রবার রাতে সদর ইউপি বড়ইতলী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সেই একই এলাকার মো. নুর আলমের ছেলে।

[৪] শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি)। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে ৫০০ মিটার উত্তরে বড়ইতলী সড়ক সংলগ্ন এলাকায় কৌশলে অবস্থান নেয়। একজন সন্দেহভাজন ব্যক্তিকে উক্ত স্থানে ঘুরাফেরা করতে দেখে। ওই ব্যক্তিকে প্রায় এক ঘন্টা যাবৎ পর্যবেক্ষণ করার পরে তাকে আটক করতে সক্ষম হয়।

[৫] পরে ধৃতকে জিজ্ঞেসাবাদ করে জানা যায়, বড়ইতলী তার নিজ বাড়িতে ইয়াবা লুকায়িত রয়েছে। আটককৃত যুবককে সাথে নিয়ে গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বসত বাড়িতে অভিযান পরিচালনা করে বাথরুমের পিছনে ঝোপের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগ তল্লাশি করে ৬০ লাখ টাকার মূল্য মানের ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ধৃতের ছোট ভাই মাদককারবারী মো. সালাম (১৯) বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

[৬] তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়