শিরোনাম
◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঞ্জাবের বিরুদ্ধে সাকিববিহীন কলকাতার হার

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টানটান ম্যাচে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। পাঞ্জাব কিংস জিতল ৫ উইকেটে। এতে কেকেআরের প্লে-অফে ওঠার লড়াইটা কঠিন হয়ে গেল।

শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নাইটদের। শুভমান গিল (৭) এদিন ফের ব্যর্থ হন। তবে কেকেআরের নতুন তারকা ভেঙ্কটেশ আয়ার আরও একবার অনবদ্য ইনিংস খেলেন। মূলত তার ৪৯ বলে ৬৭ রানের ইনিংসে ভর করেই নাইটরা ১৬৬ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায়।

এছাড়া ভাল ইনিংস খেলেন রাহুল ত্রিপাথি (৩৪) এবং নিতিশ রানাও (৩১)। কিন্তু শেষ দু’ওভারে প্রত্যাশার তুলনায় কিছুটা কম রান আসে। নাহলে নাইটদের স্কোর ১৭৫ রান পর্যন্ত পৌঁছে যেতেই পারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাঞ্জাব। লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল প্রথম উইকেটের জুটিতেই তুলে দেন ৭০ রান। এরপর বরুণ চক্রবর্তীর জোড়া উইকেটে ম্যাচে ফেরে নাইটরা। ভাল বল করেন মাভি এবং নারাইন। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখ খান এবং লোকেশ রাহুলের দুর্দান্ত ইনিংস ম্যাচ জিতিয়ে দেয় পাঞ্জাবকে।

এই হারের ফলে প্লে-অফের অঙ্ক আরও কঠিন হল নাইটদের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকলেও শেষ দুটি ম্যাচেই জিততে হবে কেকেআরকে। শুধু তাই নয়, একই সঙ্গে অন্যদের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে, এই জয়ের ফলে প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে পাঞ্জাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়