শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব এ চৌধুরী: দুই নেত্রীকে নিয়ে সাংবাদিক মাহফুজ উল্লাহর দুই ঐতিহাসিক কাজ

সাকিব এ চৌধুরী: বাংলাদেশের দুই শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিকে নিয়ে প্রায়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্মজীবনের দুই প্রান্তে দুটি ঐতিহাসিক কাজ করে গেছেন। কর্মজীবনের শুরুর দিকে মাহফুজ উল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকারটি নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর ভারতে প্রবাস জীবন কাটানোর সময় সেসময় ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে ‘সাপ্তাহিক বিচিত্রা’র হয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। সাক্ষাৎকারটি ১৯৮১ সালের ১৩ই মার্চের ‘সাপ্তাহিক বিচিত্রা’র ৩৯তম সংখ্যায় প্রচার করা হয়েছিল।

মানবজমিনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত সাক্ষাৎকারটি গ্রহণকালে সেময় মাহফুজ উল্লাহ শেখ হাসিনার যেই ছবিটি তুলেছিলেন, সেটিই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময়ের পোস্টারে ব্যবহার করা হয়েছিল।

এদিকে সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্ম ও ব্যক্তি জীবনের একেবারেই শেষের দিকে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ হার স্টোরি’ নামে একটা আত্মজীবনীমূলক বই লিখেন। ২০১৮ সালের ১৯ নভেম্বর এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এটিই ছিলো মাহফুজ উল্লাহর সর্বশেষ লেখা জীবনীগ্রন্থ।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১০ মার্চে জস্মগ্রহণ করা সাংবাদিক মাহফুজ উল্লাহ ২০১৯ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়