শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব এ চৌধুরী: দুই নেত্রীকে নিয়ে সাংবাদিক মাহফুজ উল্লাহর দুই ঐতিহাসিক কাজ

সাকিব এ চৌধুরী: বাংলাদেশের দুই শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিকে নিয়ে প্রায়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্মজীবনের দুই প্রান্তে দুটি ঐতিহাসিক কাজ করে গেছেন। কর্মজীবনের শুরুর দিকে মাহফুজ উল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকারটি নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর ভারতে প্রবাস জীবন কাটানোর সময় সেসময় ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে ‘সাপ্তাহিক বিচিত্রা’র হয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। সাক্ষাৎকারটি ১৯৮১ সালের ১৩ই মার্চের ‘সাপ্তাহিক বিচিত্রা’র ৩৯তম সংখ্যায় প্রচার করা হয়েছিল।

মানবজমিনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত সাক্ষাৎকারটি গ্রহণকালে সেময় মাহফুজ উল্লাহ শেখ হাসিনার যেই ছবিটি তুলেছিলেন, সেটিই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময়ের পোস্টারে ব্যবহার করা হয়েছিল।

এদিকে সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্ম ও ব্যক্তি জীবনের একেবারেই শেষের দিকে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ হার স্টোরি’ নামে একটা আত্মজীবনীমূলক বই লিখেন। ২০১৮ সালের ১৯ নভেম্বর এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এটিই ছিলো মাহফুজ উল্লাহর সর্বশেষ লেখা জীবনীগ্রন্থ।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১০ মার্চে জস্মগ্রহণ করা সাংবাদিক মাহফুজ উল্লাহ ২০১৯ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়