শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব এ চৌধুরী: দুই নেত্রীকে নিয়ে সাংবাদিক মাহফুজ উল্লাহর দুই ঐতিহাসিক কাজ

সাকিব এ চৌধুরী: বাংলাদেশের দুই শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিকে নিয়ে প্রায়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্মজীবনের দুই প্রান্তে দুটি ঐতিহাসিক কাজ করে গেছেন। কর্মজীবনের শুরুর দিকে মাহফুজ উল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকারটি নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর ভারতে প্রবাস জীবন কাটানোর সময় সেসময় ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে ‘সাপ্তাহিক বিচিত্রা’র হয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। সাক্ষাৎকারটি ১৯৮১ সালের ১৩ই মার্চের ‘সাপ্তাহিক বিচিত্রা’র ৩৯তম সংখ্যায় প্রচার করা হয়েছিল।

মানবজমিনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত সাক্ষাৎকারটি গ্রহণকালে সেময় মাহফুজ উল্লাহ শেখ হাসিনার যেই ছবিটি তুলেছিলেন, সেটিই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সময়ের পোস্টারে ব্যবহার করা হয়েছিল।

এদিকে সাংবাদিক মাহফুজ উল্লাহ তার কর্ম ও ব্যক্তি জীবনের একেবারেই শেষের দিকে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ হার স্টোরি’ নামে একটা আত্মজীবনীমূলক বই লিখেন। ২০১৮ সালের ১৯ নভেম্বর এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এটিই ছিলো মাহফুজ উল্লাহর সর্বশেষ লেখা জীবনীগ্রন্থ।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১০ মার্চে জস্মগ্রহণ করা সাংবাদিক মাহফুজ উল্লাহ ২০১৯ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়