শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ চক্রের ৩ সদস্য আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প এলাকা থেকে অপহরণ চক্রের তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা। শুক্রবার ভোররাতে হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটককৃত রোহিঙ্গারা হলেন, হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লকবি/১ বাসিন্দা মোহাম্মদের ছেলে মো: কামাল (২০), উখিয়া কুতুপালং মধুরছড়া ৩নম্বর ক্যাম্পের ব্লক-ডি/১৫, এফসিএন ১৮৮৫৬৮ বাসিন্দা রহিম উল্লাহ ছেলে শওকত উল্লাহ (২৩) ও কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লক-বি/১, এফিসিএন ১৭৪৭৫২ বাসিন্দা লোকমান হাকিমের ছেলে হোসেন সাদেক (২০)।

[৫] শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, রাত্রিকালীন জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পের অভ্যন্তরে টহল চলাকালে সেভ দ্য চিলড্রেন হাসপাতালের সামনে এপিবিএন পুলিশকে দেখে তিনজন যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

[৬] পরে জিজ্ঞেসাবাদে জানা যায়, তাদের হেফাজতে থাকা মোবাইল ফোন হতে প্রাপ্ত তথ্যের আলোকে ধৃত রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্প এলাকায় সাধারণ রোহিঙ্গাদের অপহরণ পূর্বক মুক্তিপণদাবীসহ পাহাড়ি সন্ত্রাসীদের সহিত যোগসাজশ, ইয়াবা ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত ও বিভিন্ন নাশকতা কর্মকান্ডের সহিত জড়িত রয়েছে।

[৬] তিনি আরো বলেন, আটককৃত রোহিঙ্গাদের পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়