শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ চক্রের ৩ সদস্য আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প এলাকা থেকে অপহরণ চক্রের তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা। শুক্রবার ভোররাতে হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটককৃত রোহিঙ্গারা হলেন, হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লকবি/১ বাসিন্দা মোহাম্মদের ছেলে মো: কামাল (২০), উখিয়া কুতুপালং মধুরছড়া ৩নম্বর ক্যাম্পের ব্লক-ডি/১৫, এফসিএন ১৮৮৫৬৮ বাসিন্দা রহিম উল্লাহ ছেলে শওকত উল্লাহ (২৩) ও কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লক-বি/১, এফিসিএন ১৭৪৭৫২ বাসিন্দা লোকমান হাকিমের ছেলে হোসেন সাদেক (২০)।

[৫] শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, রাত্রিকালীন জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পের অভ্যন্তরে টহল চলাকালে সেভ দ্য চিলড্রেন হাসপাতালের সামনে এপিবিএন পুলিশকে দেখে তিনজন যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

[৬] পরে জিজ্ঞেসাবাদে জানা যায়, তাদের হেফাজতে থাকা মোবাইল ফোন হতে প্রাপ্ত তথ্যের আলোকে ধৃত রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্প এলাকায় সাধারণ রোহিঙ্গাদের অপহরণ পূর্বক মুক্তিপণদাবীসহ পাহাড়ি সন্ত্রাসীদের সহিত যোগসাজশ, ইয়াবা ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত ও বিভিন্ন নাশকতা কর্মকান্ডের সহিত জড়িত রয়েছে।

[৬] তিনি আরো বলেন, আটককৃত রোহিঙ্গাদের পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়