মাজহারুল ইসলাম : [২] জেনেভাস্থ জাতিসংঘ অফিসের সামনে দিনভর কর্মসূচি পালন করবেন ইউরোপ জুড়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক এবং শুভানুধ্যায়ী বিদেশিরা। জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন জানিয়েছে, বাঙালি ওই গণজমায়েতের বিষয়ে মিশনকে অবিহিত করেছেন আয়োজকরা। মানব জমিন
[৩] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি এবং তাদের দোসররা যে হত্যাকাণ্ড চালিয়েছে জাতিসংঘ সেটাকে স্পষ্টত ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দেয়, সেই চাপ তৈরির লক্ষ্যেই সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার ওই আয়োজন।
[৪] ইউরোপের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের ওই আন্দোলনে সংসদ সদস্য, অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, গবেষক ও লেখকরাও যুক্ত হচ্ছেন।
[৫] পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেনেভায় এই মুহূর্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ৪৮তম অধিবেশন চলছে। গোটা কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে সেই বিশেষ ইভেন্টের সঙ্গে সময় মিলিয়ে। মূল অনুষ্ঠানটির আয়োজন করেছে ইউরোপব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইবিএফ), সঙ্গে রয়েছে সুইজারল্যান্ডস হিউম্যান রাইটস কমিশন (বাংলাদেশ)।