সুজন কৈরী : [২] ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বন্দ ছাটগাঁও এলাকায় বুধবার অভিযান চালিয়ে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে র্যাব-১০। আটককৃতের নাম- আবু হানিফ (৩৫)।
[৩] র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য। তার কাছ থেকে ১৫টি ভুয়া সার্টিফিকেট, ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেটর মেশিন ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছেন। টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলেন।
[৫] আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।