শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়কে যে উন্নয়ন হয়েছে, সেভাবেই নদীপথের যোগাযোগ উন্নয়ন হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সুজিৎ নন্দী: [২] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌপথে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর স্বপ্ন নিয়ে এগুচ্ছেন। আমরা অত্যন্ত ভাগ্যবান শেখ হাসিনার মতো একজন মানুষ আমাদের মাঝে আছেন।

[৩] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মায়ানমারের লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ ৫শ’ ধেকে এক হাজার মানুষকে আশ্রয় দিতে ভয় পায়, সেখানে তিনি লাখ লাখ উদ্বাস্তু মানুষকে আশ্রয় দিয়েছেন।

[৪] মঙ্গলবার সন্ধ্যায় কামরাঙ্গীর চরের শেখ জামাল স্কুলের সামনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন।

[৫] এর আগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৭৫ তম জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

[৬] তিনি বলেন, আজকে যে নদীতে নৌকাবাইচ হচ্ছে, এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। নদীর যে ব্রিজগুলো নিচু ছিল সেগুলো ভেঙে নির্দিষ্ট উঁচু করার কাজ তিনি করতে যাচ্ছেন। নিজস্ব অর্থায়নে তিনি পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন। আজকে নদীর নিচে টানেল হয়, আকাশের ওপর ট্রেন চলে। যা কেউ কখনো কল্পনা করে নাই, সেগুলো বাস্তবায়ন তিনি করেছেন।

[৭] অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা নদী দখল করে, খাল দখল করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নদীতে ডেভলেপাররা বড় বড় ড্রেজার লাগিয়ে দেয়। তারা ড্রেজার লাগিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ভরাট করে ফেলে।

[৮] আতিকুল ইসলাম বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বুড়িগঙ্গাকে ধরে রাখতে হবে। শীতলক্ষ্যা, তুরাগ, বালুসহ সমস্ত নদীকে ধরে রাখতে হবে।

[৯] এতে অতিথি হিনেবে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং হাজী সেলিম। অনুষ্ঠান শেষে লেজার শো এবং ফানুস ওড়ানো হয়।

[১০] ৬০ মাঝি নৌকা বাইচে শেখবাড়ি দল প্রথম, সোনারতরী দল দ্বিতীয় এবং জয় বাংলা দল তৃতীয় হয়। ১২ মাঝি নৌকা বাইচে মারুফ খান দল প্রথম, হামিদ আলী দল দ্বিতীয় এবং খায়রুল ইসলামের দল তৃতীয় হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়