মাসুদ আলম: [২] র্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। 'আগামীকাল ওই শিক্ষার্থীর বাবা-মাকে ডাকা হয়েছে।
[৩] এর আগে মঙ্গলবার গভীর রাতে ক্যাম্পাসের পার্শ্ববর্তী গেরুয়া এলাকায় ভাড়া মেস থেকে বনি আমিনকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সিরাজগঞ্জের ছেলে বনী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।