শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, দুদিন ধরে সাগরে ভাসতে থাকা ১৩ মৎস্যজীবীকে উদ্ধার

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ বঙ্গোপসাগরে বিকল ট্রলারে আটকে পড়া এক জেলের ফোন কলে দুই দিন ধরে সাগরে ভাসতে থাকা ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে দুবলার চর কোস্ট গার্ড।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় আলমগীর নামে একজন সাগরে বিকল ট্রলার থেকে ফোন করে জানান, তিনিসহ ১৩ জন জেলে দুটি ট্রলারে করে বরগুনার পাথরঘাটা থেকে গত ২৬ সেপ্টেম্বর মাছ ধরতে বঙ্গোপসাগরে গিয়েছিলেন। ওই দিনই একটি ট্রলার সাগরে নিমজ্জিত হয়ে যায়, নিমজ্জিত ট্রলারের জেলেরা অন্য ট্রলারটিতে আশ্রয় নেন। এক পর্যায়ে অন্য ট্রলারটিরও ইঞ্জিন বিকল হয়ে যায়। মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকায় তারা কাউকে তাদের বিপদের কথা জানাতে পারেননি। এরপর তারা নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন। দুই দিন বিকল ট্রলার নিয়ে সাগরে ভাসার পর মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্ক পেলে তিনি ফোন করে তাদের উদ্ধার করার অনুরোধ জানান। তবে কলার তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি।

[৪] ৯৯৯ থেকে তাৎক্ষণিক বিষয়টি কোস্ট গার্ডের নিয়ন্ত্রণ কক্ষ, সুন্দর বন কোস্ট গার্ড এবং দুবলারচর কোষ্টগার্ডকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে দুবলারচর থেকে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।

[৫] কোস্ট গার্ডের উদ্ধারকারী দলের সদস্য দুবলাচর কোস্ট গার্ডের পেটি অফিসার আরফান আলী ৯৯৯ কে ফোনে জানান, বিশাল সমুদ্রে একটি বিকল নৌযান চিহ্নিত করা দুরূহ ব্যাপার। অবশেষে ঘন্টা দুয়েক খোঁজাখুঁজির পর কোস্ট গার্ড কলারের বর্ণনামতে দুবলার চর থেকে ৩০ কি.মি. দক্ষিণে বঙ্গোপসাগরে বিকল নৌযানটিকে খুঁজে পায়। পরে বিকল নৌযানটিসহ ১৩ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে দুবলারচরে নেওয়া হয়। তাদের প্রাথমিক সেবা-শুশ্রুষা, খাবার, পানীয় পরিবেশন ও রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। বুধবার উদ্ধার জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়