শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বর ঠান্ডা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৮ গুন বেশি রোগীতে ঠাসা

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীদের চাপে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। জ্বর, ঠান্ডাজনিত রোগের পাশাপাশি ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে।

[৩] ২৮ শয্যার বিপরীতে হাসপাতালে বর্তমানে ২০০ জনের উপরে শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। যা হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে ৮ গুন বেশি। যার ফলে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। অধিকাংশ রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। আবার এক শয্যায় গাদাগাদি করে একাধিক রোগীকেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

[৪] হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলা এবং জেলার বাইরে থেকে শিশু রোগী ভিড় জমাচ্ছে এই হাসপাতালে। রোগীদের ভিড়ে শিশু ওয়ার্ডে তিল ধারণের কোন জায়গা নেই। শিশু বিশেষজ্ঞ ডা. এস. এম. নাজিম উদ্দিন জানান, এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙে পড়বে।

[৫] হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন জানান, গত কয়েক দিন ধরে হাসপাতালে শিশুদের জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে গেছে। ধারণ ক্ষমতার চাইতে রোগীর সংখ্যা অনেক গুন বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়