শিরোনাম
◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বর ঠান্ডা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৮ গুন বেশি রোগীতে ঠাসা

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীদের চাপে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। জ্বর, ঠান্ডাজনিত রোগের পাশাপাশি ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে।

[৩] ২৮ শয্যার বিপরীতে হাসপাতালে বর্তমানে ২০০ জনের উপরে শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। যা হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে ৮ গুন বেশি। যার ফলে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। অধিকাংশ রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। আবার এক শয্যায় গাদাগাদি করে একাধিক রোগীকেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

[৪] হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলা এবং জেলার বাইরে থেকে শিশু রোগী ভিড় জমাচ্ছে এই হাসপাতালে। রোগীদের ভিড়ে শিশু ওয়ার্ডে তিল ধারণের কোন জায়গা নেই। শিশু বিশেষজ্ঞ ডা. এস. এম. নাজিম উদ্দিন জানান, এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙে পড়বে।

[৫] হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন জানান, গত কয়েক দিন ধরে হাসপাতালে শিশুদের জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে গেছে। ধারণ ক্ষমতার চাইতে রোগীর সংখ্যা অনেক গুন বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়