শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বর ঠান্ডা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ৮ গুন বেশি রোগীতে ঠাসা

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীদের চাপে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। জ্বর, ঠান্ডাজনিত রোগের পাশাপাশি ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে।

[৩] ২৮ শয্যার বিপরীতে হাসপাতালে বর্তমানে ২০০ জনের উপরে শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। যা হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে ৮ গুন বেশি। যার ফলে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। অধিকাংশ রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। আবার এক শয্যায় গাদাগাদি করে একাধিক রোগীকেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

[৪] হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলা এবং জেলার বাইরে থেকে শিশু রোগী ভিড় জমাচ্ছে এই হাসপাতালে। রোগীদের ভিড়ে শিশু ওয়ার্ডে তিল ধারণের কোন জায়গা নেই। শিশু বিশেষজ্ঞ ডা. এস. এম. নাজিম উদ্দিন জানান, এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙে পড়বে।

[৫] হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন জানান, গত কয়েক দিন ধরে হাসপাতালে শিশুদের জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে গেছে। ধারণ ক্ষমতার চাইতে রোগীর সংখ্যা অনেক গুন বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়