আয়াছ রনি: [২] কক্সবাজার টেকনাফের বাহারছড়া আউট পোস্টে কোস্টগার্ড সদস্যরা বিয়ার জাতীয় মাদক বোঝাই সিএনজি গাড়ী সহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
[৩] কোস্টগার্ড সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বাহারছড়া বিসিজি আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম (পিও) গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলাপুর বাজারের কাছে একটি সিএনজি থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
[৪] তখন কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে শামলাপুর নামার বাজার রোডের আনোয়ার হোসেনের পুত্র শাহ জামাল (২৪) এবং আব্দুস সালামের পুত্র আলমগীর (২৮) কে সিএনজিসহ আটক করতে সক্ষম হয়। পরে সিএনজি তল্লাশি করে সিটের নিচের ফাঁকা বক্স হতে ৬৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।
[৫] এবিষয়ে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুর রউফ জানান, জব্দকৃত বিয়ার, সিএনজি এবং আটক মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।