শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরে একটি করে সিনেমা নির্দেশনা দিতে চাই: রোজিনা

বিনোদন ডেস্ক: একাধিক মাইলফলক ও জনপ্রিয় সিনেমার নায়িকা রোজিনা প্রযোজনার পরে এবারই প্রথম পরিচালনায় এসেছেন। সরকারি অনুদানে নির্মিত এ ছবির নাম ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন রোজিনা। তার সঙ্গে সহশিল্পী হিসাবে জুটি বেঁধেছেন ইলিয়াস কাঞ্চন।

অন্য দুটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরব ও অর্চিতা স্পর্শিয়াকে। ‘ফিরে দেখা’র কাজ কোন পর্যায়ে আছে? রোজিনা বলেন, শুটিং, ডাবিং শেষ। এডিটিংয়ের কাজ চলছে এখন। ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন কবে? এ অভিনেত্রী বলেন, মুক্তির পরিকল্পনা আছে ডিসেম্বরে। মানবজমিন অনলাইন

এক সাক্ষাৎকারে রোজিনা বলেন, যতক্ষণ সুস্থ সবল থাকি কাজের মধ্যে থাকতে চাই। নির্দেশনাও দিতে চাই নিয়মিত। বছরে অন্তত একটি করে সিনেমা নির্দেশনা দিতে চাই। ইতোমধ্যে আরও একটা নতুন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছি। এখনও নাম ঠিক করা হয়নি। কোন ধরনের গল্প নিয়ে নতুন সিনেমাটি বানাচ্ছেন? রোজিনা বলেন, জীবনধর্মী সামাজিক গল্প। বাস্তবতার ছোঁয়া থাকবে আবার ফ্যান্টাসিও থাকবে। ফ্যান্টাসি মানে সার্কাস নয়! যতকটুকু বিনোদন দরকার ততটুকু রাখবো। করোনা ধাক্কা সামলে আবারও সরব হয়ে উঠছে চলচ্চিত্র জগৎ।

তিনি আরও বলেন, আমার জন্ম চলচ্চিত্রে, এই জগতে ধ্বস নেমে আসুক এটা তো চাইব না। সবসময়ই চাই চলচ্চিত্র আগের জায়গায় ফিরে আসুক। শুধু আমাদের দেশ নয় বাইরেও যেন আমাদের চলচ্চিত্র মুক্তি পায়, প্রশংসিত হয়। বিশেষ করে আমি এটা চাই। দেশের বাইরে কি যাচ্ছেন? উত্তরে রোজিনা বলেন, হ্যাঁ, এক মাসের জন্য দেশের বাইরে যাবো। অক্টোবরের ১৪ তারিখ যাবো দুবাই। সেখান থেকে যাবো নিউইয়র্ক। পরিবারের লোকজন আছেন সেখানে। তাদের সঙ্গে সময় কাটাবো, ঘুরবো। তারপর নভেম্বরের ২০ তারিখ আবার ফিরবো দেশে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়