সুজন কৈরী : [২] অপহরণের ৪ ঘন্টা পর ১২ বছরের শিশুকে ঢাকা জেলার আশুলিয়া থেকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ১১ সদস্যকে মাদক ও দেশিয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-৪। আটকরা হলো- মিলন হাসেন হৃদয়, আরিফ, মেহেদী হাসান, সোহাগ খান, আবু হাসনাত, শাওন ইসলাম, আজম আলী, সুমন ইসলাম, রবিন, আব্দুল আহাদ ও রাজু।
[৩] শনিবার আশুলিয়ার আরিয়ার মোড় এলাকা থেকে তাদের আটক ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
আটকদের কাছ থেকে ৩০০পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৪লিটার চোলাই মদ, ২টি গিয়ার চাকু, ২টি গাঁজা সেবনের কলকি এবং ১টি হেমার উদ্ধার করা হয়েছে।
[৪] র্যাব-৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে আশুলিয়া এলাকা থেকে ১২ বছরের শিশু অপহৃত হওয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে র্যাব। এরই প্রেক্ষিতে অপহরণ চক্রের সদস্যদের আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকরা অভ্যাসগত অপরাধী। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা মূলত মাদকসেবী। অপহৃত ভিকটিম আশুলিয়ার একটি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। মাদ্রাসায় যাতায়াতকালে পথে সহযোগীদের নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করছিলো মিলন। শনিবার সকালে বাসা থেকে মাদ্রাসায় হেটে যাওয়ার সময় আশুলিয়ার শিকদার মোড় এলাকা থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিলন ও আরিফ ধারালো চাকু দিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোর করে ভিকটিমকে মোটরসাইকেলে উঠায়। তারা ভিকটিমকে পল্লী বিদ্যুৎ, নবীনগর বাসষ্ট্যান্ডসহ আশপাশের এলাকায় প্রায় ৪৫ ধরে ঘুরিয়ে আশুলিয়ার আরিয়ার মোড়ে একটি নির্মানাধীন টিনশেড বাড়িতে আটকে রাখে। বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানি করে।