শিরোনাম
◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু সংসার করতে নয়, ইংরেজি শেখার জন্যও বিয়ে করেছি: শেওয়াগ

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট মাঠে তার মারকুটে ব্যাটিংয়ের কথা শোনা যায় এখনো মুখে মুখে। ভারতের সর্বকালের সেরা ওপেনারদের একজন বীরেন্দ্র শেওয়াগ। ২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন ভারতীয় ওপেনার।

[৩] এ নিয়ে শেওয়াগ জানালেন নতুন এক গল্প। বিখ্যাত টিভি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন শেওয়াগ। সেখানেই জানিয়েছেন সংসার পাতা ছাড়াও আরও একটি কারণে বিয়ে করেছিলেন। ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন তিনি।‘দ্য কপিল শর্মা শো’তে এসেও এমন কথাই জানালেন শেওয়াগ। আগেও একবার এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

[৪] কপিল শর্মা শেওয়াগকে আগের বারের কথা মনে করিয়ে দিতে গিয়ে বলেন, আগের বার এসে তুমি বলেছিলে যে হরভজন সিং, যুবরাজ সিং এবং তুমি ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলে। শেওয়াগ জবাবে বলেন, হ্যাঁ, আমরা এমন কাউকে বিয়ে করেছি যার সঙ্গে কথা বললে আমাদের ইংরেজি বলা আরও ভালো হবে। এই তালিকায় কপিল (দেব) পাজিকেও যুক্ত করা যেতে পারে।

[৫] কপিল দেব বিয়ে করেন রোমি দেবকে। শেওয়াগ বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। ২০০৪ সালে বিয়ে করেন তারা। হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরাকে। কিছু দিন আগেই তাদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। যুবরাজও বিয়ে করেছেন এক অভিনেত্রীকে। ২০১৬ হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ।জি নিউজ, ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়