শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু সংসার করতে নয়, ইংরেজি শেখার জন্যও বিয়ে করেছি: শেওয়াগ

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট মাঠে তার মারকুটে ব্যাটিংয়ের কথা শোনা যায় এখনো মুখে মুখে। ভারতের সর্বকালের সেরা ওপেনারদের একজন বীরেন্দ্র শেওয়াগ। ২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন ভারতীয় ওপেনার।

[৩] এ নিয়ে শেওয়াগ জানালেন নতুন এক গল্প। বিখ্যাত টিভি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন শেওয়াগ। সেখানেই জানিয়েছেন সংসার পাতা ছাড়াও আরও একটি কারণে বিয়ে করেছিলেন। ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন তিনি।‘দ্য কপিল শর্মা শো’তে এসেও এমন কথাই জানালেন শেওয়াগ। আগেও একবার এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

[৪] কপিল শর্মা শেওয়াগকে আগের বারের কথা মনে করিয়ে দিতে গিয়ে বলেন, আগের বার এসে তুমি বলেছিলে যে হরভজন সিং, যুবরাজ সিং এবং তুমি ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলে। শেওয়াগ জবাবে বলেন, হ্যাঁ, আমরা এমন কাউকে বিয়ে করেছি যার সঙ্গে কথা বললে আমাদের ইংরেজি বলা আরও ভালো হবে। এই তালিকায় কপিল (দেব) পাজিকেও যুক্ত করা যেতে পারে।

[৫] কপিল দেব বিয়ে করেন রোমি দেবকে। শেওয়াগ বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। ২০০৪ সালে বিয়ে করেন তারা। হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরাকে। কিছু দিন আগেই তাদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। যুবরাজও বিয়ে করেছেন এক অভিনেত্রীকে। ২০১৬ হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ।জি নিউজ, ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়