শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু সংসার করতে নয়, ইংরেজি শেখার জন্যও বিয়ে করেছি: শেওয়াগ

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট মাঠে তার মারকুটে ব্যাটিংয়ের কথা শোনা যায় এখনো মুখে মুখে। ভারতের সর্বকালের সেরা ওপেনারদের একজন বীরেন্দ্র শেওয়াগ। ২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন ভারতীয় ওপেনার।

[৩] এ নিয়ে শেওয়াগ জানালেন নতুন এক গল্প। বিখ্যাত টিভি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন শেওয়াগ। সেখানেই জানিয়েছেন সংসার পাতা ছাড়াও আরও একটি কারণে বিয়ে করেছিলেন। ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন তিনি।‘দ্য কপিল শর্মা শো’তে এসেও এমন কথাই জানালেন শেওয়াগ। আগেও একবার এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

[৪] কপিল শর্মা শেওয়াগকে আগের বারের কথা মনে করিয়ে দিতে গিয়ে বলেন, আগের বার এসে তুমি বলেছিলে যে হরভজন সিং, যুবরাজ সিং এবং তুমি ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলে। শেওয়াগ জবাবে বলেন, হ্যাঁ, আমরা এমন কাউকে বিয়ে করেছি যার সঙ্গে কথা বললে আমাদের ইংরেজি বলা আরও ভালো হবে। এই তালিকায় কপিল (দেব) পাজিকেও যুক্ত করা যেতে পারে।

[৫] কপিল দেব বিয়ে করেন রোমি দেবকে। শেওয়াগ বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। ২০০৪ সালে বিয়ে করেন তারা। হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরাকে। কিছু দিন আগেই তাদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। যুবরাজও বিয়ে করেছেন এক অভিনেত্রীকে। ২০১৬ হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ।জি নিউজ, ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়