শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু সংসার করতে নয়, ইংরেজি শেখার জন্যও বিয়ে করেছি: শেওয়াগ

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট মাঠে তার মারকুটে ব্যাটিংয়ের কথা শোনা যায় এখনো মুখে মুখে। ভারতের সর্বকালের সেরা ওপেনারদের একজন বীরেন্দ্র শেওয়াগ। ২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন ভারতীয় ওপেনার।

[৩] এ নিয়ে শেওয়াগ জানালেন নতুন এক গল্প। বিখ্যাত টিভি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন শেওয়াগ। সেখানেই জানিয়েছেন সংসার পাতা ছাড়াও আরও একটি কারণে বিয়ে করেছিলেন। ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলেন তিনি।‘দ্য কপিল শর্মা শো’তে এসেও এমন কথাই জানালেন শেওয়াগ। আগেও একবার এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

[৪] কপিল শর্মা শেওয়াগকে আগের বারের কথা মনে করিয়ে দিতে গিয়ে বলেন, আগের বার এসে তুমি বলেছিলে যে হরভজন সিং, যুবরাজ সিং এবং তুমি ইংরেজি শেখার জন্য বিয়ে করেছিলে। শেওয়াগ জবাবে বলেন, হ্যাঁ, আমরা এমন কাউকে বিয়ে করেছি যার সঙ্গে কথা বললে আমাদের ইংরেজি বলা আরও ভালো হবে। এই তালিকায় কপিল (দেব) পাজিকেও যুক্ত করা যেতে পারে।

[৫] কপিল দেব বিয়ে করেন রোমি দেবকে। শেওয়াগ বিয়ে করেন আরতি আহলাওয়াতকে। ২০০৪ সালে বিয়ে করেন তারা। হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরাকে। কিছু দিন আগেই তাদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। যুবরাজও বিয়ে করেছেন এক অভিনেত্রীকে। ২০১৬ হেজেল কিচকে বিয়ে করেন যুবরাজ।জি নিউজ, ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়