শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুখেলের চেলসিকে ১-০ গোলে হারিয়েছে গার্দিওলার ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় পেপ গার্দিওলাকে। তার ট্যাকটিকস ফুটবল দুনিয়ায় নতুন এক ধারা তৈরি করেছে। সর্বজয়ী সেই কোচই কিনা বারবার ট্যাকটিকসে ‘মার’ খাচ্ছিলেন টমাস টুখেলের কাছে। জার্মান কোচ চেলসির দায়িত্ব নেওয়ার পর মুখোমুখি তিন লড়াইয়েই হেরেছেন গার্দিওলা। অবশেষে গার্দিওলার ম্যানচেস্টার সিটি জয়ের মুখ দেখলো খেলের চেলসির বিপক্ষে। শনিবার ২৫ সেপ্টেম্বর চেলসির ঘরের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে সিটিজেনরা।

[৩] স্টামফোর্ড ব্রিজে ব্যবধান গড়ে দিয়েছেন গাব্রিয়েল জেসুস। ৫৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানসিটি। এরই সঙ্গে শেষ হয়ে গেলো চলতি প্রিমিয়ার লিগে চেলসির অজেয় থাকার দৌড়। একই সঙ্গে ম্যানসিটির কোচ হিসেবে চতুর্থবারে এসে টুখেলের বিপক্ষে জিতলেন গার্দিওলা।

[৪] গতবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংলিশ দুই ক্লাব। পোর্তোর ফাইনালে ্যানসিটিকে হারিয়ে শিরোপা উদযাপন করেছিল চেলসি। আজ তাদের সামনে পেয়ে ‘প্রতিশোধ’ পর্ব সেরে নিলো ম্যানচেস্টারের ক্লাবটি। দাপুটে পারফরম্যান্সে ৭০ শতাংশ পজেশন ধরে রেখে স্মরণীয় এক জয় পেয়েছে ম্যানসিটি।

[৫] শুরু থেকে আক্রমণের পরসা সাজিয়ে চেলসির রক্ষণভাগকে ব্যস্ত রাখে সিটিজেনরা। চেলসি প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে ওপরে উঠেছে। কিন্তু কোনও দলই গোল পাচ্ছিল না। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানসিটিকে লিড এনে দেন জেসুস। শেষ পর্যন্ত ওই গোলটাই সফরকারীদের এনে দিয়েছে ৩ পয়েন্ট। লোমেলু লুকাকুর গোলে যদিও সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছিল ব্লুদের। কিন্তু অফসাইটে বাতিল হয় গোলটি। - গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়