শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার মাস পর করোনায় শনাক্ত হাজারের নিচে, কমেছে মৃত্যু

জেরিন আহমেদ, শাহীন খন্দকার : [২] দেশে কোভিড-১৯ সংক্রমণের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৯৩ জন। শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিল ৩১। আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮১৮ জন। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৭ হাজার ৮১৮টি পরীক্ষায় ৮১৮ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৫৯ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ১৫ শতাংশ।

[৩] সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭০ লাখ ৭৬ হাজার ৯৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১৯ হাজার ৯৬০টি নমুনা। মোট পরীক্ষা করা হয়েছে ৯৫ লাখ ৯৬ হাজার ৯২৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৯৬৫ জনসহ মোট ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ।

[৪] গত ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারাগেছেন, তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১১ জন নারী। সবাই হাসপাতালে (সরকারিতে ১৯ জন ও বেসরকারিতে ছয়জন) মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৩৯৩ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ। এপর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ২৯৩ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ৩ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ২৯৬ জন, যার শতকরা হার ১২ দশমিক ৩ শতাংশ। বাসায় ৭৭০ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮১।

[৫] এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৫৯৮ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ২৪ শতাংশ এবং নয় হাজার ৭৯৫ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৭৬ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দু’জন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব সাতজন, সত্তরোর্ধ্ব তিনজন ও আশিঊর্ধ্ব দু’জন। এছাড়া বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগে দু’জন ও রংপুর বিভাগে দু’জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়